TRENDING:

Cheque Rules: সর্বস্বান্ত হয়ে যাবেন...! চেক লেখার সময় 'এই' কাজ করলে অজান্তেই ডেকে আনবেন চরম ক্ষতি

Last Updated:
Cheque Rules: জানেন কী যতই নিরাপদ হোক, চেক সই করে কাউকে দেওয়ার সময়ে কিছু সাবধানতা অবলম্বন করা উচিত। না হলে সেই চেক বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে। আপনার মুহূর্তের ভুল ডেকে আনতে পারে বড় বিপদ।
advertisement
1/10
সর্বস্বান্ত হয়ে যাবেন! চেক লেখার সময় 'এই' কাজ করলে অজান্তেই ডেকে আনবেন চরম ক্ষতি
টাকা পয়সার লেনদেনে প্রায়শই ছোট ভুল বড় বিপদ ডেকে আনে। এক্ষেত্রে অন্যতম প্রয়োজনীয় ও বহুল ব্যবহৃত যে সিস্টেমটি সব থেকে বেশি বিশ্বাসযোগ্য এবং নিরাপদ বলে মনে করা হয়, সেটি হল চেক।
advertisement
2/10
কিন্তু জানেন কী যতই নিরাপদ হোক, চেক সই করে কাউকে দেওয়ার সময়ে কিছু সাবধানতা অবলম্বন করা উচিত। না হলে সেই চেক বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে। আপনার মুহূর্তের ভুল ডেকে আনতে পারে বড় বিপদ।
advertisement
3/10
যে নিয়মগুলি বিষয়ে সতর্ক থাকবেন :১) যাকে টাকা দেবেন তার নাম চেক-এ লিখতে হয়। কিন্তু সেই নাম লেখার সময়েও খুব সাবধানতা বজায় রাখা উচিত। ধরুন যাঁকে চেক দিচ্ছেন, তাঁর নাম প্রদীপ্ত বিশ্বাস। নাম ও পদবীর মধ্যে বুঝে ফাঁকা জায়গা রাখুন। না হলে প্রদীপ্তকে প্রদীপ্তা বানিয়ে ফেলতে খুব একটা সমস্যা হবে না। এই ধরনের জালিয়াতি থেকে বাঁচতে, যাকে টাকা দিচ্ছেন তার নামের পাশে তার অ্যাকাউন্ট নম্বরটিও যুক্ত করে দিন।
advertisement
4/10
২) সবসময় চেকে যাকে টাকা দেবেন তার নাম লেখা হলে, তার নামের পাশে একটি লাইন টেনে দিন।
advertisement
5/10
৩) ‘বেয়ারার চেক’ কাউকে দিলে অবশ্যই ‘বেয়ারার’ অপশনে টিক দিয়ে দিন। ধরুন আপনি কারোকে ‘বেয়ারার চেক’ দিচ্ছেন, যদি সেই চেক-এ যদি ‘বেয়ারার’ অপশনে টিক না দেন তা হলে ওই চেক থেকে যে কেউ টাকা তুলে নিতে পারবেন।
advertisement
6/10
৪) চেকের উপরে লিখে দিন এসি-পেয়ি। তা হলে যাকে চেক দিচ্ছেন, শুধু তার অ্যাকাউন্ট থেকেই ওই চেক ভাঙানো যাবে।
advertisement
7/10
৫) চেক-এর অ্যামাউন্ট বসানোর পরে অবশ্যই ‘/-‘ এই চিহ্ন দেবেন। তাতে কোনও ভাবেই অতিরিক্ত কোনও সংখ্যা বসিয়ে কেউ জালিয়াতি করতে পারবেন না। প্রতিটি সংখ্যার মধ্যে যেন কোনও ফাঁকা জায়গা না থাকে।
advertisement
8/10
৬) ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময়ে যে স্বাক্ষর করছেন, সেই স্বাক্ষরটিই চেক দেওয়ার সময়ে করবেন। আপনি যদি কোনও কোম্পানির হয়ে টাকা দেন, তাহলে কোম্পানির সিলের ছাপ দিয়ে দিন।
advertisement
9/10
৭)চেক-এ যদি ভুল কিছু লিখে থাকেন, তাহলে সেই ভুল লেখার উপরে বা নিচে স্বাক্ষর করে দিন।
advertisement
10/10
৮) অনেক সময়েই অনেক চেক বাতিল হয়ে যায়। সেই ক্ষেত্রে চেকটি ছিঁড়ে ফেলুন। আর না হলে চেকটিতে ‘ক্যানসেলড’ লিখে দিন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Cheque Rules: সর্বস্বান্ত হয়ে যাবেন...! চেক লেখার সময় 'এই' কাজ করলে অজান্তেই ডেকে আনবেন চরম ক্ষতি
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল