Petrol Diesel Prices: পেট্রোল ও ডিজেলের দামে বদল ? দেখে নিন আপনার শহরে কত হল
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
যে যে শহরে বদলাল পেট্রোল ও ডিজেলের দাম-
advertisement
1/8

সম্প্রতি আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম পতন দেখা গিয়েছে ৷ সোমবার সকাল ৬টায় WTI ক্রুড ৭৩.৫৬ ডলার প্রতি ব্যারেল হিসেবে বিক্রি হচ্ছিল ৷ অন্যদিতে, ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ৭৯.০৭ ডলার হয়ে গিয়েছে ৷ দেশের তেল সংস্থাগুলি আজকের পেট্রোল ও ডিজেলের দাম ইতিমধ্যেই জারি করে দিয়েছে ৷
advertisement
2/8
ভারতে প্রতিদিন সকাল ৬ টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করা হয়ে থাকে ৷ জুন ২০১৭ সালের আগে প্রত্যেক ১৫দিনে পেট্রোল ও ডিজেলের দাম জারি করা হত ৷
advertisement
3/8
এদিন গুজরাতে পেট্রোল ও ডিজেলের দাম ৭৮ পয়সা বেড়ে গিয়েছে ৷ হরিয়ানায় পেট্রোল ১৪ পয়সা ও ডিজেলের দাম ১৩ পয়সা বৃদ্ধি করা হয়েছে ৷ এছাড়া ওড়িশা, তেলঙ্গনা, রাজস্থান ও অন্ধ্র প্রদেশে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি করা হয়েছে ৷
advertisement
4/8
মহারাষ্ট্রে পেট্রোল ৪৪ পয়সা ও ডিজেল ৪৩ পয়সা সস্তা হয়েছে ৷ উত্তর প্রদেশে পেট্রোল ও ডিজেল ৩৫ পয়সা সস্তা হয়েছে ৷ পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ হিমাচল প্রদেশ ও অরুনাচল প্রদেশে পেট্রোল ও ডিজেলের দাম কমে গিয়েছে ৷
advertisement
5/8
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম-
advertisement
6/8
দিল্লিতে পেট্রোলের দাম ৯৬.৭২ টাকা, ডিজেল ৯০.০৮ টাকা মুম্বইতে পেট্রোলের দাম ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা কলকাতাতে পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা চেন্নাইয়ে পেট্রোলের দাম ১০২.৭৪ টাকা, ডিজেল ৯৪.৩৩ টাকা
advertisement
7/8
যে যে শহরে বদলাল পেট্রোল ও ডিজেলের দাম-
advertisement
8/8
নয়ডা- পেট্রোল ৯৬.৭৬ টাকা, ডিজেল ৮৯.৯৩ টাকা গাজিয়াবাদ- পেট্রোল ৯৬.৩৪ টাকা, ডিজেল ৮৯.৫২ টাকা লখনউ- পেট্রোল ৯৬.৭৪ টাকা, ডিজেল ৮৯.৯৩ টাকা পটনা- পেট্রোল ১০৭.৫৯ টাকা, ডিজেল ৯৪.৩৬ টাকা পোর্টব্লেয়ার- পেট্রোল ৮৪.১০ টাকা, ডিজেল ৭৯.৭৪ টাকা
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Petrol Diesel Prices: পেট্রোল ও ডিজেলের দামে বদল ? দেখে নিন আপনার শহরে কত হল