Gold Price Today: সোনা-রুপোর দামে আজ বিপুল পতন, কেনার আগে দেখে নিন আজকের লেটেস্ট রেট....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Gold Price Today: বুলিয়ন মার্কেটে ২২ ক্যারেট সোনার দাম পড়ে গিয়ে ৪৮,২৯০ টাকায় ট্রেড করছে ৷
advertisement
1/4

বুধবার সোনা-রুপোর দামে পতন দেখা গিয়েছে ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনা ৪১ টাকা সস্তা হয়েছে ৷ এই পতনের সঙ্গে সোনা (Gold price) এদিন সকালে ৫১৩৩০.০০ টাকায় ব্যবসা করছে ৷ রুপোর দামেও পতন দেখা গিয়েছে ৷ এদিন রুপোর দাম ২২২ টাকা কমে প্রতি কিলোতে ৬৫৯৭৬.০০ টাকায় ট্রেড করছে ৷
advertisement
2/4
বুলিয়ন মার্কেটে ২২ ক্যারেট সোনার দাম পড়ে গিয়ে ৪৮,২৯০ টাকায় ট্রেড করছে ৷ অন্যদিকে, ২৪ ক্যারেট সোনার দাম ৫২,৬৮০ টাকা ৷ অন্যদিকে, ২০ ক্যারেট সোনার দাম ৪৩,৯০০ টাকা ৷ ১৮ ক্যারেটের দাম ৩৯,৫১০ টাকা এবং ১৪ ক্যারেটের দাম ৩০,৭৩০ টাকা ৷ সরাফা বাজারে এক কিলোগ্রাম রুপোর দাম ৬৭৮৮০ টাকায় ট্রেড করছে ৷
advertisement
3/4
সোনার শুদ্ধতা কীভাবে যাচাই করবেন ? আইএসও (Indian Standard Organization)-এ তরফে সোনার শুদ্ধতা যাচাইয়ের জন্য হলমার্ক দিয়ে থাকে ৷ ২৪ ক্যারেট সোনায় ৯৯৯ লেখা থাকে, ২৩ ক্যারেটের সোনায় ৯৫৮, ২২ ক্যারেটে ৯১৬, ২১ ক্যারেট ৮৭৫ ও ১৮ ক্যারেটে ৭৫০ লেখা থাকে ৷ সোনার গয়না সাধারণত ২২ ক্যারেটের হয় ৷ তবে ১৮ ক্যারেট সোনাও ব্যবহার করা হয়ে থাকে ৷
advertisement
4/4
২২ ও ২৪ ক্যারেট সোনার পার্থক্য- ২৪ ক্যারেট সোনার শুদ্ধতা ৯৯.৯ শতাংশ হয় ৷ ২২ ক্যারেট সোনার ৯১ শতাংশ শুদ্ধতা, এখানে অন্যান্য ধাতু মেশানো থাকে যার মাত্রা ৯ শতাংশ ৷ ২৪ ক্যারেট সোনায় গয়না তৈরি হয় না ৷ বেশিরভাগ সোনার গয়না ২২ ক্যারেট সোনায় হয় ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Today: সোনা-রুপোর দামে আজ বিপুল পতন, কেনার আগে দেখে নিন আজকের লেটেস্ট রেট....