Gold Price Today: সোনা-রুপোর দামে ভারী পতন, দেখে নিন আপনার শহরে ১০ গ্রামের দাম
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
বিশেষজ্ঞদের মতে চলতি বছরের শেষে সোনার দাম বেড়ে ৬০ হাজার টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
advertisement
1/4

বৃহস্পতিবার আরও দাম কমল সোনার (Gold Price Today)৷ সোনার পাশাপাশি পতন দেখা গিয়েছে রুপোর দামেও ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এদিন সোনার দাম ১৩০ টাকা অর্থাৎ ০.২৮ শতাংশ কমে প্রতি ১০ গ্রামে ৪৬,৯০৮ টাকা হয়েছে ৷ রুপোর দাম ২৫৭ টাকা অর্থাৎ ০.৪০ শতাংশ কমে ৬৩,৯২৬ টাকা হয়ে গিয়েছে ৷
advertisement
2/4
৯ সেপ্টেম্বর দেশের বাজারে সোনার দাম ১৩০ টাকা কমেছে ৷ এই হিসেব অনুযায়ী, সোনার রেকর্ড দাম থেকে বর্তমানে সোনালী ধাতু প্রায় ৯৩০০ টাকা সস্তায় পাওয়া যাচ্ছে ৷ অগাস্ট ২০২০-তে ১০ গ্রাম দাম ৫৬২০০ টাকা হয়ে গিয়েছিল, যা এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড ৷ সেই হিসেব অনুযায়ী, সোনার দাম এখন অনেকটাই কম রয়েছে ৷ তাই সোনায় ইনভেস্ট করার এখনও সেরা সময় বলে মনে করা হচ্ছে ৷ বিশেষজ্ঞদের মতে চলতি বছরের শেষে সোনার দাম বেড়ে ৬০ হাজার টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ আন্তর্জাতিক বাজারে এদিন সোনার দাম ছিল ১৭৯৮ ডলার প্রতি আউন্স ৷
advertisement
3/4
গুডস রিটার্ন ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দাম কমেছে সোনার ৷ এর জেরে ২২ ক্যারেট সোনার দাম ৪৬২০০ টাকা হয়ে গিয়েছে ৷ দিল্লিতে ২২ ক্যারেট সোনার দাম ৪৬,২৫০ টাকা, মুম্বইতে ২২ ক্যারেট সোনার দাম ৪৬১২০ টাকা, কলকাতায় ৪৬৬৫০ টাকা, চেন্নাইয়ে ৪৪৫২০ টাকা ৷
advertisement
4/4
সোনার শুদ্ধতা যাচাই করার জন্য সরকারের তরফে একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে ৷ ‘BIS Care app’ নামে এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা (Consumer) সোনার (Gold) শুদ্ধতা যাচাই করতে পারবেন ৷ এই অ্যাপের মাধ্যমে কেবল সোনার শুদ্ধতা যাচাই নয় বরং সোনা সংক্রান্ত কোনও অভিযোগ থাকলেও জানাতে পারবেন ৷ যদি জিনিসের লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হলমার্ক নম্বর ভুল থাকে তাহলে শীঘ্রই অভিযোগ জানান ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Today: সোনা-রুপোর দামে ভারী পতন, দেখে নিন আপনার শহরে ১০ গ্রামের দাম