TRENDING:

Petrol Price Today: সাধারণ মানুষের জন্য স্বস্তি, অনেকদিন বাদে কমল পেট্রোল ডিজেলের দাম

Last Updated:
কলকাতাতেও কমল জ্বালানির দাম, জেনে নিন কতটা স্বস্তি...
advertisement
1/5
সাধারণ মানুষের জন্য স্বস্তি, অনেকদিন বাদে কমল পেট্রোল ডিজেলের দাম
সরকারি তেল কোম্পানিগুলি পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel) দামে একদিনের জন্য জনতাকে একটু স্বস্তি দিল৷ একদিন স্থির থাকার পর মঙ্গলবার পেট্রোল ডিজেলের দাম করব৷ রবিবার তেল কোম্পানিগুলি দাম কমিয়েছিল৷ তবুও সোমবার পেট্রোলের দামে কোনও পরিবর্তন আসেনি৷ কিন্তু মঙ্গলবার সেই দামে এল (Petrol Price today)কাঙ্খিত পরিবর্তন৷ প্রতি লিটার ১৫ পয়সা করে সস্তা হল জ্বালানি৷ ডিজেলের দামেও ১৫ পয়সা কম হয়েছে৷
advertisement
2/5
রবিবার জ্বালানি কোম্পানিগুলি রবিবার ২০ পয়সা প্রতি লিটার তেলের দাম কমিয়েছিল৷ IOCL প্রতিদিন সকাল ৬ টায় পেট্রোল -ডিজেলের দাম প্রকাশ করেছিল৷ জেনে নিন আপনার শহরে প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম৷ নিজের ফোন থেকে এসএমএস করে জেনে নিতে পারেন লেটেস্ট আপডেট৷
advertisement
3/5
পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price on 24 August 2021) দিল্লি পেট্রোলের দাম ১০১.৪৯ টাকা ও ডিজেলের দাম ৮৮.৯২ টাকা প্রতি লিটার৷ মুম্বইতে পেট্রোলের দাম ১০৭.৫২ টাকা, ডিজেল ৯৬.৪৮ প্রতি লিটার৷ চেন্নাইতে পেট্রোল ৯৯.২০ টাকা, ডিজেল৯৩.৫২ টাকা প্রতি লিটার কলকাতা পেট্রোলের দাম ১০১.৮২ টাকা, ডিজেলের দাম ৯১.৯৮ টাকা নয়ডাতে পেট্রোলের দাম ৯৮.৭৯ টাকা, ডিজেলের দাম ৮৯.৪৯ টাকা জয়পুরে পেট্রোলের দাম ১০৮.৪২ টাকা ও ৯৮.০৬ টাকা প্রতি লিটার ভোপালে পেট্রোলের দাম ১০৯.৯১ টাকা, ৯৭.৭২ টাকা প্রতি লিটার৷
advertisement
4/5
এদিকে দেশের ১০০ টি রাজ্যে ইতিমধ্যেই জ্বালানি ১০০ টাকা পার করে গেছে৷ এরমধ্যে রয়েছে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা, কর্ণাটক, ওড়িশা, লাদাখ রয়েছে৷
advertisement
5/5
দেশের তিন তেল কোম্পানি HPCL, BPCL ও IOC সকাল ৬ টা তে নিজেদের তেলের দাম প্রকাশ করে৷ মোবাইল ফোন থেকে 92249 92249 নম্বরে এসএমএস করলে দাম জানতে পারবেন৷ সেখানে লিখতে হবে RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Petrol Price Today: সাধারণ মানুষের জন্য স্বস্তি, অনেকদিন বাদে কমল পেট্রোল ডিজেলের দাম
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল