Petrol Diesel Price: সাধারনের জন্য বড় ধাক্কা! ১২০ টাকা পেরোল পেট্রোলের দাম, দেখে নিন আপনার শহরে কত হল....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price on 28 October 2021)
advertisement
1/5

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে দাম বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের (Petrol Diesel Price) ৷ সরকারি তেল সংস্থাগুলির তরফে বৃহস্পতিবারও দাম বাড়ানো হয়েছে পেট্রোল ও ডিজেলের ৷ চলতি মাসে লাগাতার দাম বৃদ্ধির কারনে পেট্রোলের দাম লিটার প্রতি ১২০ টাকা পেরিয়ে গিয়েছে ৷ পিছিয়ে নেই ডিজেলও ৷ ১১২ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে ডিজেল ৷
advertisement
2/5
IOCL-এ তরফে জারি নতুন রেট অনুযায়ী, এদিন পেট্রোল ও ডিজেলের দাম ৩৫-৩৫ পয়সা প্রতি লিটারে বাড়ানো হয়েছে ৷ দিল্লিতে বৃহস্পতিবার পেট্রোলের দাম ১০৮.২৯ টাকা ছিল, ডিজেল ৯৭.০২ টাকা ৷ রাজস্থানের শ্রীগঙ্গানগরে পেট্রোলের দাম ১২০.৫২ টাকা ও ডিজেল ১১১.৩৯ টাকা প্রতি লিটারে বিক্রি হচ্ছে ৷ এছাড়া মধ্যপ্রদেশের জেলায় পেট্রোলের দাম ১২০ টাকা প্রতি লিটারের কাছাকাছি পৌঁছে গিয়েছে ৷
advertisement
3/5
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price on 28 October 2021) দিল্লি- পেট্রোল ১০৮.২৯ টাকা, ডিজেল ৯৭.০২ টাকা মু্ম্বই- পেট্রোল ১১৪.১৪ টাকা, ডিজেল ১০৫.১২ টাকা চেন্নাই- পেট্রোল ১০৫.১৩ টাকা, ডিজেল ১০১.২৫ টাকা কলকাতা- পেট্রোল ১০৮.৭৮ টাকা, ডিজেল ১০০.১৪ টাকা
advertisement
4/5
অক্টোবর মাসে এখনও পর্যন্ত ২০ বারের বেশি জ্বালানির দাম বৃদ্ধি করা হয়েছে ৷ কেবল অক্টোবর মাসেই পেট্রোলের দাম লিটার প্রতি ৫.১৫ টাকা বাড়ানো হয়েছে ৷ ডিজেলের দামও ৫ টাকা বাড়ানো হয়েছে ৷ অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় দেশের বাজারে ঊর্ধ্বমুখী জ্বালানির দাম ৷
advertisement
5/5
এই ভাবে চেক করে নিন আপনার শহরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price Today) এই ভাবে চেক করে নিন আপনার শহরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol diesel price today)সাধারনত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম ৷ দেশের তিনটি সরকারি তেল সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম (Petrol-diesel price today) জারি করে থাকে ৷ তেল সংস্থার ওয়েবসাইটের পাশাপাশি এসএমএস-এর মাধ্যমেও আপনার শহরের পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Price Today)জানতে পারবেন সহজেই ৷ এর জন্য RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Petrol Diesel Price: সাধারনের জন্য বড় ধাক্কা! ১২০ টাকা পেরোল পেট্রোলের দাম, দেখে নিন আপনার শহরে কত হল....