Gold Price Today: ফের বাড়ল সোনালি ধাতুর দাম, দেখে নিন আজ ১০ গ্রাম সোনার দাম কত
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে ১৮১২ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছে ৷
advertisement
1/4

বুধবার ১৪ জুলাই দিল্লির সরাফা বাজারে ফের দাম বাড়ল সোনার ৷ অন্যদিকে অবশ্য দাম সস্তা হয়েছে রুপো ৷ এর আগের দিন সরাফা বাজারে ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৭,০০১ টাকা ৷ ১ কিলো রুপোর দাম ছিল ৬৮,০৬২ টাকা ৷ আন্তর্জাতিক বাজারে এদিন সোনার দাম বেড়েছে ৷ দাম কমেছে রুপোর ৷
advertisement
2/4
এদিন সরাফা বাজারে সোনার দাম মাত্র ২৩ টাকা প্রতি ১০ গ্রামে বেড়েছে ৷ দিল্লিতে ৯৯.৯ গ্রাম শুদ্ধতার সোনার দাম এখন প্রতি ১০ গ্রামে ৪৭,০২৪ টাকা ৷ আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে ১৮১২ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছে ৷
advertisement
3/4
সোনার দাম বাড়লেও সস্তা হয়েছে রুপো ৷ বুধবার সরাফা বাজারে রুপোর দাম ৩৯৯ টাকা কমে ৬৭৬৬৩ টাকা প্রতি কিলোগ্রাম হয়েছে ৷ আন্তর্জাতিক বাজারে এদিন রুপোর দাম ছিল ২৬.০২ ডলার প্রতি আউন্স ৷
advertisement
4/4
HDFC Securities-র সিনিয়র অ্যানালিস্ট তপন পটেল জানিয়েছেন ডলার কমজোর হওয়ায় সোনার দামে বদল দেখা যাচ্ছে ৷ বিশেষজ্ঞদের মতে বছরের শেষে সোনার দাম বেড়ে ৬০ হাজার টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তাই সোনা কেনা বা সোনায় ইনভেস্ট করার থাকলে এখনই সবচেয়ে ভাল সময় বলে মনে করা হচ্ছে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Today: ফের বাড়ল সোনালি ধাতুর দাম, দেখে নিন আজ ১০ গ্রাম সোনার দাম কত