Gold Price Today: সোনার দামে ভারী পতন, ১০ হাজার টাকা পর্যন্ত সস্তা হল সোনালী ধাতু!
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
দেখে নিন বিভিন্ন শহরে আজকে সোনা ও রুপোর দাম----
advertisement
1/5

সোনা ও রুপোর দামে আর ফের পতন দেখা গিয়েছে ৷ আপনার যদি সোনা কেনার পরিকল্পনা থাকে তাহলে এটাই সবচেয়ে ভাল সুযোগ বলে মনে কা হচ্ছে ৷ গুড রিটার্ন ওয়েবসাইট অনুযায়ী, এদিন ২২ ক্যারেট সোনার দাম ৪৬,৭১০ টাকা হয়ে গিয়েছে প্রতি ১০ গ্রামে ৷ অন্যদিকে, দাম কমেছে রুপোরও ৷
advertisement
2/5
গত বছর এমসিএক্সে সোনার দাম ৫৬০০০ টাকা প্রতি ১০ গ্রাম হয়ে গিয়েছিল যা এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড ৷ গুড রিটার্ন ওয়েবসাইট অনুযায়ী, সোনা ৪৬৭১০ টাকা প্রতি ১০ গ্রামে ট্রেড করছে ৷ অর্থাৎ রেকর্ড দাম থেকে সোনা এখনও প্রায় ১০,০০০ টাকা সস্তা ৷
advertisement
3/5
দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৬,৮০০ টাকা, মুম্বইয়ে ৪৬৭১০ টাকা, চেন্নাইয়ে ৪৫,০৭০ টাকা ও কলকাতায় ৪৫,৩৭০ টাকা ৷ এই ভাবে ২৪ ক্যারেট সোনার দাম দিল্লিতে ৫০,৮৫০ টাকা, মুম্বইয়ে ৪৭,৭১০, চেন্নাইয়ে ৪৯,১৭০ এবং কলকাতায় ৫০,০৭০ টাকা ৷
advertisement
4/5
১ কিলোগ্রাম রুপোর দাম দিল্লিতে ৬৯,১০০ টাকা ৷ মুম্বইয়ে ৬৯,১০০ টাকা , চেন্নাইয়ে ৭৩,৮০০ টাকা এবং কলকাতায় ৬৯,১০০ টাকা ৷
advertisement
5/5
সোনার শুদ্ধতা যাচাই করার জন্য কেন্দ্র সরকার এই নতুন অ্যাপ লঞ্চ করেছে ৷ 'BIS Care app' এ গ্রাহকরা সোনার শুদ্ধতা যাচাই করা যাবে ৷ পাশাপাশি এই অ্যাপে লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হলমার্কিং সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে এখানে জানাতে পারবেন ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Today: সোনার দামে ভারী পতন, ১০ হাজার টাকা পর্যন্ত সস্তা হল সোনালী ধাতু!