Gold Price Today: ৯০০০ টাকা সস্তায় পেয়ে যাবেন সোনা, দেখে নিন ১০ গ্রামের দাম ....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
বিশেষজ্ঞদের মতে এবছরের শেষে সোনার দাম প্রায় ৬০ হাজার টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
advertisement
1/6

সোনা কেনার পরিকল্পনা থাকলে আপনার জন্য রয়েছে সুখবর ৷ এমসিএক্স মার্কেট এদিন সোনার দাম (Gold Price Today) কমেছে ৷ ১০ গ্রাম সোনার দাম ৪৬৫১৮ টাকা ৷ রুপোর দাম অবশ্য বেড়েছে ৷ ০.১৬ শতাংশ বেড়ে রুপোর দাম হয়েছে ৬৮৩৮১ টাকা প্রতি কিলোগ্রামে ৷ ২০২০ অগাস্ট মাসে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫৬২৫৪ টাকা হয়ে গিয়েছিল যা এখনও পর্যন্ত সর্বকালীন সর্বোচ্চ দাম ৷ রেকর্ড হাই থেকে বর্তমানে সোনার দাম প্রায় ৯০০০ টাকার বেশি সস্তা ৷
advertisement
2/6
আন্তর্জাতিক বাজারেও সোনার দামে পতন দেখা গিয়েছে ৷ সোনার দাম কমে ১৭৬৩.৬৩ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছে যা গত ৪ বছরে সবচেয়ে বড় পতন ৷
advertisement
3/6
গুডস রিটার্ন ওয়েবসাইট অনুযায়ী, ৩০ জুন ২০২১ ২৪ ক্যারেট সোনার দাম আলাদা আলাদা শহরে আলাদা ৷ দিল্লিতে ১০ গ্রাম সোনার দাম ৫০০৮০ টাকা, চেন্নাইয়ে ৪৮১০০ টাকা, কলকাতায় ৪৯১২০ টাকা, মুম্বইয়ে ৪৬৯০০ টাকা, হায়দরাবাদে ৪৭৭৩০ টাকা এবং জয়পুরে ৫০০৮০ টাকা ৷
advertisement
4/6
ইন্ডিয়ান বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট (ibjarates.com) অনুযায়ী, শুদ্ধ সোনার (999) দাম ৪৭০১ টাকা, ২২ ক্যারেটের দাম ৪৫৪১ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩৭৬১ টাকা প্রতি ১ গ্রামে ৷
advertisement
5/6
সোনার দাম আপনি সহজেই বাড়িতে বসেই জানতে পারবেন ৷ এর জন্য কেবল 8955664433 নম্বরে মিসড কল দিতে হবে ৷ এবং আপনার ফোনে লেটেস্ট রেটের মেসেজ চলে আসবে ৷
advertisement
6/6
বিশেষজ্ঞদের মতে এবছরের শেষে সোনার দাম প্রায় ৬০ হাজার টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ সোনায় ইনভেস্ট করার এখন সবচেয়ে ভাল সুযোগ ৷ গত বছরে সোনায় ২৮ শতাংশ পর্যন্ত রিটার্ন পাওয়া গিয়েছে ৷ লং টার্মের জন্য সোনায় ইনভেস্ট করা লাভজনক এবং সুরক্ষিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Today: ৯০০০ টাকা সস্তায় পেয়ে যাবেন সোনা, দেখে নিন ১০ গ্রামের দাম ....