advertisement
1/4

নতুন আর্থিক বছর অথার্ৎ ১ এপ্রিল ২০১৯ থেকে ন্যাশনাল পেনশন স্কিম NPS হতে চসেছে বড়সড় বদল ৷ এই স্কিমে অ্যাকাউন্ট খুললে ট্যাক্সে মিলবে পুরো ছাড় ৷ সরকার NPS কে PPF এর মতো EEE করে দিয়েছে ৷ EEE অথার্ৎ পুরো ট্যাক্স ফ্রি ৷ পাশাপাশি NPS এ সরকার তরফে যোগদান বাড়িয়ে ১৪ শতাংশ করে দেওয়া হয়েছে ৷ এর আগে যা আগে ১০ শতাংশ ছিল ৷
advertisement
2/4
কর্মচারীদের ক্ষেত্রে অবশ্য যোগদান ১০ শতাংশই থাকবে ৷ এখন সরকারির পাশাপাশি বেসরকারি সংস্থায় কর্মরত ব্যক্তিরা এই যোজনায় নিজেকে অন্তর্ভুক্ত করতে পারবেন ৷ অবসরের পর কর্মচারীরা এনপিএস-এ তাদের জমানো টাকা তুলে নিতে পারবেন ৷ বাকি টাকা অবসরের পর রেগুলর ইনকামের জন্য অ্যানুউইটি নিতে পারবেন ৷
advertisement
3/4
কত পেনশন পাবেন এই স্কিমে ? এটি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ৷ এটা সম্পূর্ণভাবে নির্ভর করে ৬০ বছর পর্যন্ত আপনি কত টাকা অ্যানুউটি কিনেছেন ৷ যত বেশি অ্যানুউইটি কিনবেন তত বেশি টাকা মাসে পেনশন পাবেন ৷ অ্যানুউটি নির্ভর করে আপনার পেনশন ওয়েল্থ কত ৷ অ্যানুউইটি প্ল্যানে ৫ শতাংশ রিটার্ন দিলে আপনি প্রতি মাসে ২৩০০০ টাকা পর্যন্ত প্রতি মাসে পেনশন পাবেন ৷
advertisement
4/4
এপ্রিল ২০১৯ থেকে কী বদলাতে চলেছে ? বিশেষজ্ঞদের মতে এনপিএস নিয়ম অনুযায়ী, কর্মচারী অবসরের পর জমা টাকার ৬০ শতাংশ তুলে নিতে পারবেন ৷ বাকি ৪০ শতাংশ পেনশন যোজনায় চলে যাবে ৷ আগের হিসেবে অবসরের সময় এনপিএস স্কিমের জমা টাকার ৬০ শতাংশের ৪০ শতাংশ ট্যাক্স ফ্রি হয়ে যাবে ৷ কিন্তু বাকি ২০ শতাংশের জন্য ট্যাক্স দিতে হবে ৷ কিন্তু নতুন নিয়মে বাকি ২০ শতাংশও ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়েছে ৷