মাসের শুরুতেই সাধারণ ঘরে বড় ধাক্কা, LPG গ্যাস থেকে PF, Cheque পেমেন্ট বদল নিয়মে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
সাধারণ মানুষের জীবনে হঠাৎ করেই আসবে কয়েকটি বড় বদল৷
advertisement
1/8

#কলকাতা: সেপ্টেম্বর মাসের শুরুতেই সাধারণদের জন্য বড় চাপ, পয়লা তারিখ থেকেই বদলে যাচ্ছে একাধিক কাজের নিয়ম৷ সেপ্টেম্বরে অর্থনৈতিক (Financial Rules) একাধিক নিয়মে বদল৷ জেনে নিন কোথায় কোথায় আসছে বদল৷
advertisement
2/8
পিএফের (PF) নিয়মে বদল - চাকুরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই খবর৷ আপনার ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) যদি আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত না থাকে তাহলে পিএফ অ্যাকাউন্টে(PF) টাকা পাঠাতে পারবেন না৷ কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন (EPFO) ইপিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের (EPF Account Holders) আগেই জানিয়েছিল এই লিঙ্ক করে দেওয়ার জন্য৷
advertisement
3/8
চেক ক্লিয়ারিং সিস্টেমে বদল- আপনি চেক দিয়ে টাকা দেন? তাহলে চেক পেমেন্টের এই নিয়ম আপনার খুবই কাজে আসবে৷ ১ সেপ্টেম্বর থেকে ৫০ হাজারের বেশি টাকার চেক দিতে গেলে আপনার অসুবিধার মুখোমুখি হতে পারে৷ কারণ ব্যাঙ্ক পজিটিভ পে সিস্টেম (positive pay system) চালু করে দিয়েছে৷ বেশিরভাগ ব্যাঙ্ক ১ সেপ্টেম্বর থেকে পিপিএস (PPS) লাগু করছে৷ অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank) সামনের মাস থেকে পজিটিভ পে সিস্টেম চালু করবে৷
advertisement
4/8
পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের (Punjab National Bank PNB) গ্রাহক সামনের মাস থেকে জোর ঝটকা লাগবে৷ আসলে সেই মাস থেকে তারা সঞ্চয়ের ওপর সুদের হার কমিয়ে দেবে৷ এই বিষয়ে বিস্তারিত খবর পাওয়া যাচ্ছে৷ তারা বার্ষিক সুদের হার ৩ শতাংশ কমিয়ে ২.৯০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে৷ ব্যাঙ্কের এই সিদ্ধান্তে নতুন ও পুরনো গ্রাহকরা নাকাল হবে৷
advertisement
5/8
গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রেও বড় বদল৷ ১ সেপ্টেম্বর থেকে এলপিজি (LPG) দামের ক্ষেত্রেও বদল আসবে৷ প্রতি সময় এক তারিখে ঘরোয়া রান্নার গ্যাস ও কমার্শিয়াল সিলিন্ডারের দামে বদল আসে৷ সেখানে গ্যাস সিলিন্ডার ডেলিভারি সিস্টেম থেকে দেওয়ার সময়েও বদল আসবে৷ শহর গ্রাম দুই জায়গাতেই গ্যাস দেওয়ার সময়ে বদল এসেছে৷
advertisement
6/8
১ সেপ্টেম্বর থেকে ভারতে ডিজনি হটস্টারের সাবস্ক্রিপশন (Disney plus hotstar) ১ সেপ্টেম্বর থেকে দামী হতে চলেছে৷ এখন থেকে উপভোক্তাদের ৩৯৯ টাকার বদলে ৪৯৯ টাকা দিতে হবে৷ এছাড়া মোবাইলে ব্যবহারকারীরা ৮৯৯ টাকায় ব্যবহার করতে পারবে৷ এই সাবস্ক্রিপশনে এইচডি স্ক্রিন পাবে৷ এছাড়া ১৪৯৯ টাকায় ৪ টি স্ক্রিনে এই অ্যাপ পাবেন৷
advertisement
7/8
অ্যামাজন ডিজেল ও পেট্রোলের দাম বাড়ার কারণে লজিস্টিক কস্ট বাড়াতে পারে৷ ফলে জিনিস কেনা দামি হতে পারে৷ এক্ষেত্রে ৫০০ গ্রাম প্যাকেজের জন্য ৫৮ টাকা দিতে হতে পারে৷
advertisement
8/8
গুগলের নতুন পলিসিতে আসছে বদল৷ ফেক কন্টেন্ট প্রমোটে প্রতিবন্ধকতা লাগিয়ে দেওয়া হয়েছে৷ গুগল (Google Play Store) নিজের ব্লগপোস্টে অ্যাপ ডেভালপার্সদের জানিয়েছে যে অ্যাপ দীর্ঘদিন ব্যবহার হচ্ছে না তাদের ব্লক করে দেবে৷ ১৩ সেপ্টেম্বর থেকে নতুন সিকিওরিটি আপডেট পাওয়া যাবে৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
মাসের শুরুতেই সাধারণ ঘরে বড় ধাক্কা, LPG গ্যাস থেকে PF, Cheque পেমেন্ট বদল নিয়মে