advertisement
1/4

এনএসসি, পিপিএফ সমতে একাধিক ছোট যোজনার সুদের হার কমানোর সিদ্ধান্ত নিতে পারে মোদি সরকার ৷ CNBC আওয়াজের সূত্রের খবর অনুযায়ী, স্মল সেভিংস স্কিমে ০.৩০ শতাংশ পর্যন্ত কমানো হতে পারে ৷ নতুন রেট জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত লাগু করা হবে ৷ সরকারের এই পদক্ষেপের পর ব্যাঙ্কের ডিপোজিটেও সুদের হার কমানোর উপর জোর দেওয়া হবে বলে অনুমান করা হচ্ছে ৷
advertisement
2/4
প্রত্যেক তিনমাসে সরকারের তরফে স্কম সেভিংস স্কিমে সুদের হার নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে ৷ এটা সরকারের উপর নির্ভর করে যে তারা কবে সুদের হার বদল করবে ৷ তবে প্রত্যেক মাসে এই সুদের হার বদলাতে হবে এটা বাধ্যতামূলক নয় ৷
advertisement
3/4
স্মল সেভিংস স্কিমে বর্তমানে কত শতাংশ সুদ দেওয়া হয়: পাবলিক প্রভিডেন্ট ফান্ড: ৮ % সুকন্যা সমৃদ্ধি যোজনা: ৮.৫% সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম: ৮.৭% ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম: ৮% কিষাণ বিকাশ পত্র: ৭.৭%
advertisement
4/4
তবে সূত্রের খবর, বর্তমান আর্থিক বছরে জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে PPF, NSC, KVP সুদের হার কমানো হতে পারে ৷ এর আগে সেপ্টেম্বর ২০১৮ সুদের হার বেড়েছিল সবচেয়ে বেশি ৷