Pradhan Mantri Matru Vandana Yojana: Modi সরকারের বড় Scheme! ঘরে সন্তানের জন্মতে সরকারি প্রকল্পে টাকা পান
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Pradhan Mantri Matru Vandana Yojana: কেন্দ্রের এই প্রকল্পে তিন কিস্তিতে পাঁচ হাজার টাকা পেতে পারেন প্রথমবার গর্ভবতী মহিলারা
advertisement
1/8

কেন্দ্রের এক অনবদ্য প্রকল্প ৷ প্রথমবার গর্ভবতী মায়েদের জন্য বড় যোজনা কেন্দ্রীয় সরকাররের ৷ এই যোজনার নাম প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনা (Pradhan Mantri Matru Vandana Yojana) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/8
এই স্কিমের অন্তর্গত ৫,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় ৷ এই যোজনা ২০১৭ জানুয়ারিতে শুরু হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/8
প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনার অন্তর্গত প্রথমবার কোনও মহিলা গর্ভধারণ করলে ও সেমস্ত মায়েদের সন্তান স্তন্যপান করে তাদের আর্থিক সহায়তা দেয় কেন্দ্রীয় সরকার ৷ প্রতীকী ছবি
advertisement
4/8
এই যোজনাকে প্রধানমন্ত্রী গর্ভাবস্থা সহায়তা যোজনার নামেও এর পরিচিতি ৷ এই যোজনার লাভ নিতে গেলে বেশ কয়েকটি কাজ করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/8
গর্ভবতী মহিলা ও তাঁর স্বামী আধার কার্ড ব্যাঙ্কের পাসবইয়ের ফটো অ্যাটেস্টেড কপি জমা দিতে হবে ৷ এই অ্যাকাউন্ট জয়েন্ট অ্যাকাউন্ট হতে হবে ৷ গর্ভবতী মহিলাদের তিন কিস্তিতে ৫,০০০ টাকা দেওয়া হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/8
এই প্রকল্পের একমাত্র উদ্দেশ্য প্রথমবার সন্তানমের জন্ম দেওয়ার সময়ে যেন কোনও ভাবেই গর্ভবতী মহিলার সঙ্গে সঙ্গে গর্ভে বেড়ে ওঠা সন্তানের পুষ্টির অভাব না হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/8
মোট ৫,০০০ টাকার প্রথম কিস্তি ১,০০০ টাকা, দ্বিতীয় কিস্তি ২,০০০ টাকা ও তৃতীয় কিস্তি ২,০০০ টাকা এই হিসাবেই দেওয়া হয় ৷ মহিলা সরকারি কর্মীরা এই যোজনার লাভ পাবেন না ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/8
পিএম মাতৃত্ব বন্দনা যোজনার অন্তর্গত আশা বা এএনএমের মাধ্যমে আবেদন করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Pradhan Mantri Matru Vandana Yojana: Modi সরকারের বড় Scheme! ঘরে সন্তানের জন্মতে সরকারি প্রকল্পে টাকা পান