Modi Government's Sukanya Samriddhi: কেন্দ্রের ধামাকা স্কিম! কালীপুজোয় মেয়ের জন্য ৪১৬ টাকা সঞ্চয় করুন পাবেন ২১ বছরে ৬৫ লক্ষ টাকা
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Modi Government's Sukanya Samriddhi: মেয়ের লেখাপড়া ও ভবিষ্যত গড়তে প্রয়োজন মোটা টাকা
advertisement
1/16

যদি মেয়ের লেখাপড়া বা মেয়ের নিজের পায়ে দদাঁড়ানোর জন্য চিন্তা করেন সেক্ষেত্রে অ্যন্ত বড় বিকল্প আপনার কাছে আপনার হাতে আছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/16
এখন থেকেইই মেয়ের ভবিষ্যত নির্মাণ করলে পরে আর সমস্যায় পরতে হবেনা ৷ কেন্দ্রীয় সরকারের এই বাম্পার পরিকল্পনায় মেয়ের জন্য বিনিয়োগ করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/16
যেখানে বিনিয়োগ করে অতি সহজেই পেতে পারেন ৬৫ লক্ষ টাকা যখন মেয়ের বয়স হবে ৷ ৪১৬ টাকা করেই জমা দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/16
Sukanya Samriddhi Yojana দীর্ঘ সময় ধরে চলে এমন এক যোজনা ৷ যেখানে বিনয়োগ করে মেয়ের লেখাপড়া ও ভবিষ্যত নির্মাণ করা সম্ভব হয়ে থাকে ৷ এর জন্য খুব একটা বেশি টাকা বিনিয়োগ করার প্রয়োজন নেই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/16
মেয়ের ২১ বছর বয়স হলে ঠিক কতখানি টাকা দরকার সেটা নিশ্চিত করতে হবে আপনাকেই ৷ মেয়ের ভবিষ্যত সুগঠিত করতেই এই স্কিম ৷ মেয়ের যখন ১০ বছর বয়স তখনই এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/16
যতদিন না মেয়ের বয়স ১৮ হচ্ছে ততদিন এই স্কিম থাকে লক ইন পিরিয়ড, এরপরে টাকা তোলার সুযোগ পাবেন ৷ তার আগে নয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/16
প্রতি মাসে কমপক্ষে ২৫০ টাকা করে বিনিয়োগ করার সুযোগ থাকছে ৷ সর্বাধিক ১.৫ লক্ষ টাকা বার্ষিক জমা করতে পারেন ৷ এই প্রকল্প তখনই ম্যাচিওর করবে যখন মেয়ের বয়স হবে ২১ বছর ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/16
১৮ বছর পরে মেয়ের জন্য জমানো টাকার ৫০ শতাংশ তুলতে পারেন ৷ যা মেয়ের স্নাতক পাশ বা অন্যান্য লেখাপড়ার জন্য প্রতীকী ছবি ৷
advertisement
9/16
সব থেকে বড় কথা হল এই প্রকল্পে বিনিয়োগ করলে তা ২১ বছরের আগে তুলতে পারবেন না ৷ যত তাড়াতাড়ি এই প্রকল্পে বিনিয়োগ করা সম্ভব হবে তবেই বিনিয়োগ করুন, কেননা ২১ বছর বয়সে বেশি টাকা পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/16
যখন মেয়ের বস ১০ বছর হবে তখনই এই প্রকল্পে বিনিয়োগ করলে ১১ বছর বিনিয়োগ করা যাবে, মেয়ের বয়স ৫ বছর হলে বিনিয়োগ করলে ১৬ বছর পর্যন্ত বিনিয়োগ করতে পারেন ৷ ফলে বেশি টাকা জমবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/16
যদি ২০২২-এ মেয়ের বয়স ১ বছর হয়ে থাকে বিনিয়োগ করলে ২০৪৩-এ টাকা ম্যাচিওর করবে ৷ এই প্রকল্পে বিনিয়োগ করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/16
৪১৬ টাকা করে বিনিয়োগ করলে ৬৫ লক্ষ টাকা জমানো সম্ভব ৷ যদি মেয়ের বয়স ২০২২ সালে এক বছর হয়ে থাকে প্রতদিন ৪১৬ টাকার হিসাবে বিনিয়োগ করুন ও মাসে ১২,৫০০ টাকা বিনিয়োগ করে দেখুন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/16
১২,৫০০ টাকাপ্রতি মাসে জমালে বছরে হবে দেড় লক্ষ টাকা ৷ এ ভাবে বিনিয়োগ করলে ১৫ বছরে হবে ২২,৫০,০০০ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/16
৭.৬ বার্ষিক হারে সুদ পেলে মোট সুদ ৪,২৫,০০০ টাকা হবে ৷ ২০৪৩ মেয়ের বয়স ২১ বছর হলে এই স্কিম ম্যাচিওর হবে ৷ মোট ম্যাচিওরিটির মূল্য ৬৫,০০,০০০ টাকা হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/16
এই যোজনার অন্তর্গত কোনও ব্যক্তির দু মেয়ের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা করা আছে ৷ ৮০সির অন্তর্গত করে ছাড় পাওয়া যায় ৷ তৃতীয় মেয়ের ক্ষেত্রেও এই সুবিধা পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
16/16
এই নিয়ম অনুযায়ী এএক মেয়ের পরে যদি যমজ মেয়ে জন্মায় সেক্ষেত্রে সেই মেয়েও লাভ পাবে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Modi Government's Sukanya Samriddhi: কেন্দ্রের ধামাকা স্কিম! কালীপুজোয় মেয়ের জন্য ৪১৬ টাকা সঞ্চয় করুন পাবেন ২১ বছরে ৬৫ লক্ষ টাকা