TRENDING:

পুজোর গয়নার দুর্দান্ত কালেকশন ‘শক্তি’, ডিসকাউন্টের পাশাপাশি রয়েছে আরও অনেক অফার

Last Updated:
শক্তি কালেকশনে আছে আংটি, কানের দুল, পেনডেন্ট আর বালা।
advertisement
1/5
পুজোর গয়নার দুর্দান্ত কালেকশন ‘শক্তি’,ডিসকাউন্টের পাশাপাশি রয়েছে আরও অনেক অফার
বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসবের মেজাজটা উদযাপন করতে, পূর্ব ভারতে গয়নার সবচেয়ে বড় জুয়েলারি চেন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস নিয়ে এসেছে এক এক্সক্লুসিভ গয়নার কালেকশন। নাম ‘শক্তি’।
advertisement
2/5
শক্তি কালেকশনে আছে আংটি, কানের দুল, পেনডেন্ট আর বালা। মাত্র ৬,৯৯৯/- টাকা থেকে শুরু এই গয়নাগুলো যথেষ্ট ট্রেন্ডি ডিজাইনের।
advertisement
3/5
‘শক্তি কালেকশন’ লঞ্চ উপলক্ষে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সিইও শুভঙ্কর সেন বলেন, ‘দুর্গাপুজো সারা ভারতের সবচেয়ে বড় উৎসবগুলোর একটা। এই উপলক্ষে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস সমস্ত বয়সের মহিলাদের জন্য এক নতুন সম্ভার নিয়ে এসেছে। এই কালেকশনের নাম ‘শক্তি’। নারীর ক্ষমতায়ন, তাঁদের আত্মবিশ্বাস এবং উন্নতি করবার অভিলাষের মূর্ত প্রতীক এই সম্ভার। যে শাশ্বত শক্তি আপনার অন্তর্নিহিত ক্ষমতা, বুদ্ধিমত্তার পরীক্ষা নেয় এবং জীবনকে ইতিবাচক করে তোলে --- ‘শক্তি কালেকশন’ তারই প্রতীক। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস নারীত্বকে অভিবাদন জানায়, এবং একজন মহিলা কর্মক্ষেত্র আর পারিবারিক জীবনে ভারসাম্য বজায় রাখতে যে প্রতিকূলতার সম্মুখীন হন, তাও স্বীকার করে। আমরা আত্মবিশ্বাসী যে এই নতুন সম্ভার আমাদের সম্মানীয় ক্রেতাদের কাছে মূল্যবান হয়ে উঠবে।’
advertisement
4/5
শক্তি কালেকশন পাওয়া যাবে দেশের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সমস্ত স্টোরে আর https://sencogoldanddiamonds.com/products/category/shakti-collection ওয়েবসাইটে ৷ গয়নার কালেকশনে যে কোনও জুয়েলারি সংস্থাকে টক্কর দিতে তৈরি সেনকো ৷ যেমন – সবসময়ে পরার জন্য ‘এভারলাইট’; ফ্যাশন কস্টিউম গয়নার সম্ভার ‘গসিপ’ আর নতুন যুগের কনের জন্য বিয়ের গয়নার সম্ভার ‘বিবাহ’।
advertisement
5/5
উৎসবের মরশুমে বিশেষ অফারে ক্রেতারা এই সুবিধাগুলো পাবেন:- · সোনার গয়নায় ৩০০/- টাকা ছাড় · পুরনো সোনা বিনিময় করলে ০% ডিডাকশন · হীরের গয়নায় ২৫% পর্যন্ত ছাড় · সোনার গয়নার কারিগরির মজুরিতে ৮% থেকে ছাড় শুরু · প্ল্যাটিনাম গয়নার কারিগরির মজুরিতে ২০% ছাড় · গসিপ কালেকশনের MRP-তে ১৫% ছাড় · রত্নের MRP-তে ১৫% ছাড়
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
পুজোর গয়নার দুর্দান্ত কালেকশন ‘শক্তি’, ডিসকাউন্টের পাশাপাশি রয়েছে আরও অনেক অফার
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল