লাইন ভুলে যান, এবার বাড়িতে এসে পেট্রোল-ডিজেল দিয়ে যাবে এই পেট্রোলিয়াম সংস্থা
Last Updated:
advertisement
1/7

• ঘরে ঘরে এখন চারচাকা, বাইক বা স্কুটার ৷ তাই পেট্রোল পাম্পের সামনে লাইনে দাঁড়ানো আজকের যুগে খুবই পরিচিত চিত্র ৷ Image: Autocar
advertisement
2/7
• তবে এবার দৈনন্দিন ব্যস্ত জীবনে এবার আর লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করতে হবে না ৷ এখন থেকে বাড়িতেই পেট্রোল-ডিজেল পৌঁছে দেবে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় পেট্রোলিয়াম সংস্থা ৷
advertisement
3/7
• বহুদিন আগেই এই পরিকল্পনাটি হাতে নিয়েছিল ইন্ডিয়ান অয়েল ৷ তবে এই মুহূর্তে তা ফলপ্রসূ হতে চলেছে ৷ প্রথমে পুণেতে চালু হয়েছিল এই পরিষেবা ৷ বর্তমানে, চেন্নাইতে এই পরিষেবা চালুও হয়ে গিয়েছে ৷ খুব শীঘ্রই সারা দেশেই এই সুবিধা পেতে চলেছেন সাধারণ মানুষ ৷
advertisement
4/7
• এক্ষেত্রে বাড়ি বাড়ি পৌঁছে যাবে তেলের গাড়ি ৷ সঙ্গে থাকবে পাম্পের মতো একটি মেশিনও ৷ ২০০ লিটার থেকে ২,৫০০ লিটার পর্যন্ত তেল পাওয়া যাবে ৷
advertisement
5/7
• কী ভাবে বুক করতে হবে তেল? অ্যাপের মাধ্যমে প্রয়োজন মতো তেল বুক করা যাবে বলে জানিয়েছে সংস্থা ৷
advertisement
6/7
• ফলে যাঁদের বাড়ি থেকে পাম্প অনেকটা দূরে তাঁদের পক্ষে অত্যন্ত সুবিধা হবে নতুন এই পরিকাঠামোয় ৷
advertisement
7/7
• এমনকি যদি রাস্তার মাঝখানে গাড়িতে তেল শেষ হয়ে যায়, তা হলেও কোনও অসুবিধা নেই ৷ চলন্ত পেট্রোল পাম্প পৌঁছে যাবে আপনার কাছে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
লাইন ভুলে যান, এবার বাড়িতে এসে পেট্রোল-ডিজেল দিয়ে যাবে এই পেট্রোলিয়াম সংস্থা