মাত্র ৬০ টাকাতেই পাওয়া যাচ্ছে টিভি, ফ্রিজ এবং ওয়াশিংমেশিন, কোথায় জেনে নিন
Last Updated:
advertisement
1/7

1
advertisement
2/7
দুর্গাপুজো আর দিওয়ালির কথা মাথায় রেখেই তো অনেকে এই সময়টা কেনাকাটা শুরু করেন ৷ তবে, কোথায় কম দামে ভাল জিনিসটা পাওয়া যাচ্ছে সেই খবরটাও তো রাখতে হবে তাই না ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
3/7
দুর্গাপুজো আর দিওয়ালির কথা মাথায় রেখেই তো অনেকে এই সময়টা কেনাকাটা শুরু করেন ৷ তবে, কোথায় কম দামে ভাল জিনিসটা পাওয়া যাচ্ছে সেই খবরটাও তো রাখতে হবে তাই না ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
4/7
আর আপনিও যদি ফ্রিজ, টেলিভিশন ও ওয়াশিং মেশিনের মতো সামগ্রী কেনার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তবে এই খবর আপনারই জন্য ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
5/7
আসলে গোদরেজ অ্যাপ্লায়েন্স তাঁদের ৬০ বছরের পূর্তি উপলক্ষ্যে গ্রাহকদের বিশেষ উপহার দিতে চলেছে ৷ এই স্কিম অনুযায়ী ৬০ টাকা দিয়ে গোদরেজের যে কোনও প্রিমিয়াম অ্যাপ্লায়েন্স কিনতে পারেন ৷ আর বাকি দাম আপনাকে কোনও সুদ ছাড়াই ইএমআই-এ মেটানোর সুযোগ পাওয়া যাবে ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
6/7
গোদরেজ ৩২টি রেফ্রিজরেটর এবং ১০টি ওয়াশিংমেশিনের মডেল এনেছে ৷ এগুলি ৬০ টাকাতেই কিনতেইে পারবেন গ্রাহকরা ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
7/7
মিডিয়া রিপোর্ট অনুযায়ী ‘সোচ কে বনায়া হে’স্কিমের জন্য এই যোজনা শুরু করেছে ৷ কোম্পানি এই উৎসবের মরশুমে ৩০ শতাংশ প্রবৃদ্ধির আশা করছে ৷ ছবি: সংগৃহীত ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
মাত্র ৬০ টাকাতেই পাওয়া যাচ্ছে টিভি, ফ্রিজ এবং ওয়াশিংমেশিন, কোথায় জেনে নিন