Business News: থাই কাঁঠাল এবং ভিয়েতনামী মাল্টা চাষ করছেন বর্ধমানের গৌতম ঘোষ
- Published by:Arjun Neogi
- news18 bangla
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
বর্ধমানের চাষি চাষ করছেন একটু অন্য ধরনের ফসল। থাই কাঁঠাল এবং ভিয়েতনামী মাল্টা চাষ করে করছেন বিরাট মুনাফা।
advertisement
1/13

পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলাকে বলা হয় রাজ্যের ধানের গোলা। এই জেলার বিস্তীর্ণ এলাকায় ধান চাষ হয়। তবে বর্ধমানের এই ব্যক্তি করছেন একটু অন্য ধরনের চাষ। প্রতীকী ছবি ৷
advertisement
2/13
ধান চাষের পরিবর্তে তিনি থাই কাঁঠাল এবং ভিয়েতনামী মাল্টা চাষ করছেন। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার অধীনে রয়েছে খেঁয়াইবান্দা গ্রাম। প্রতীকী ছবি ৷
advertisement
3/13
এই গ্রামেরই বাসিন্দা গৌতম ঘোষ। গৌতম বাবুর কাটোয়া শহরে একটা ছোট্ট হস্তশিল্প সামগ্রীর দোকান রয়েছে। তবে নিজের ব্যবসা সামলানোর পরেও তিনি প্রতিনিয়ত নজর দেন চাষের প্রতি। প্রতীকী ছবি ৷
advertisement
4/13
চাষের প্রতি তার একটা আলাদা নেশা রয়েছে। তিনিই তার ৫ বিঘা জমির মধ্যেই ধান চাষের পরিবর্তে কাঁঠাল এবং মাল্টা চাষ শুরু করেছেন। প্রতীকী ছবি ৷
advertisement
5/13
গৌতম ঘোষোর কথায় ধান চাষের থেকে কাঁঠাল চাষ অনেকটাই বেশি লাভজনক। এই থাই কাঁঠাল চাষ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ৪০ থেকে ৪৫ টাকায়পাইকারি দরে চারা পাওয়া যাবে। প্রতীকী ছবি ৷
advertisement
6/13
১ বিঘা জায়গায় ১৬০ টা চারা বসবে । তিন বছর পর ভাল ফলন পাওয়া যাবে। ১ টা গাছ থেকে ৫০ কেজি ফলন পাওয়া যাবে। হিসাব করে দেখলে ১৫০ টা গাছ থেকে তিন বছর পর থেকে ২ থেকে আড়াই লাখ টাকা ইনকাম করা যায়। প্রতীকী ছবি ৷
advertisement
7/13
তবে আরও বেশ কয়েকবছর গেলে ১ বিঘা জায়গা থেকে বছরে ৭/৮ লাখ টাকার এঁচোড় পাওয়া যাবে। প্রতীকী ছবি ৷
advertisement
8/13
তবে ভিয়েতনামী মাল্টা বা লেবু চাষ করে অর্থ উপার্জনের জন্য কিছুটা ধৈর্য্য ধরতে হবে। অপেক্ষা করতে পারলে এই লেবু চাষ করেও মোটা অঙ্কের অর্থ উপার্জন করা সম্ভব। প্রতীকী ছবি ৷
advertisement
9/13
এক একটা লেবু গাছ থেকে পাওয়া যাবে হাজার হাজার লেবু। আর সেই লেবুর দাম যদি বাজারে ৫ টাকা প্রতি পিস পাওয়া যায় তাহলে, অনেকটাই বেশি অর্থ উপার্জন করতে পারবেন চাষিরা। এছাড়াও এই চাষ পরিশ্রম তুলনামূলক অনেক কম। প্রতীকী ছবি ৷
advertisement
10/13
এই ভিয়েতনামী মাল্টা বা লেবু প্রসঙ্গে গৌতম ষোষ জানিয়েছেন, আমি লেবু চাষ করে খুব ভাল ফলন পেয়েছি। সকলেই চাষ করতে পারেন, এটা খুব লাভজনক চাষ। প্রতীকী ছবি ৷
advertisement
11/13
পাঁচ বছর সময় দিলে একটা গাছ থেকে ২ হাজার পিস লেবু পাওয়া যাবে। একটা লেবুর দাম পাঁচ টাকা হলেও অনেক বেশি লাভ হবে। প্রতীকী ছবি ৷
advertisement
12/13
গৌতম ঘোষ তার নিজের বাড়ির কাছেও ১০ কাঠা জায়গায় থাই কাঁঠাল চাষ করেছেন। আর তার ৫ বিঘা জমিতে কাঁঠাল, লেবু ছাড়াও রয়েছে কুল এবং পেয়ারা। প্রতীকী ছবি ৷
advertisement
13/13
ধান চাষের থেকে এই চাষে লাভ অনেকটাই বেশি। ধৈর্য্য ধরে এইধরনের চাষে সময় দিলেই মোটা অঙ্কের টাকা উপার্জন করা সম্ভব। প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Business News: থাই কাঁঠাল এবং ভিয়েতনামী মাল্টা চাষ করছেন বর্ধমানের গৌতম ঘোষ