Business News: বিশাল দক্ষতায় জিনিস তৈরি ও বিক্রি করেই আর্থিক স্বনির্ভর গৃহবধূ! জানুন ব্যবসার সাতকাহন
- Reported by:Sarthak Pandit
- news18 bangla
- Published by:Arjun Neogi
Last Updated:
Business News: কোচবিহারের শিবযজ্ঞ এলাকার বাসিন্দা গৃহবধূ তারা চক্রবর্তী। তিনি নিজের প্রচেষ্টায় বাড়িতে তৈরি করছেন বেশকিছু খাবার। এই খাবার গুলি বিক্রি করে তিনি আর্থিক ভাবে স্বনির্ভর হয়ে উঠছেন।
advertisement
1/9

কোচবিহার: মহিলারা আর্থিক ভাবে স্বনির্ভর হয়ে ওঠার চেষ্টা প্রতিনিয়ত করেই চলেছেন। তাই বর্তমানে বেশিরভাগ গৃহবধূ আর্থিক ভাবে স্বনির্ভর হয়ে উঠেছেন অনেকটা। প্রতীকী ছবি ৷
advertisement
2/9
এভাবেই আর্থিক ভাবে স্বনির্ভর হওয়ার চেষ্টা জেলা সদর শহরের এক গৃহবধূকে করে তুলেছে জনপ্রিয়। কোচবিহারের শিবযজ্ঞ এলাকার বাসিন্দা এই গৃহবধূ তারা চক্রবর্তী। প্রতীকী ছবি ৷
advertisement
3/9
দীর্ঘ সময়ে ধরে তিনি নিজের প্রচেষ্টায় বাড়িতে তৈরি করছেন কিছু খাবার। আর এই খাবার তিনি বিক্রি করছেন জেলার বিভিন্ন দোকানে। বহু মানুষ তাঁর এই জিনিস অর্ডার করছেন। প্রতিনিয়ত তাঁকে তৈরি করতে হচ্ছে এই বিশেষ খাবার। প্রতীকী ছবি ৷
advertisement
4/9
তারা চক্রবর্তী জানান, \"সকলেই আচার খেতে কম বেশি পছন্দ করে থাকেন। বছরের বিভিন্ন মরশুমে বিভিন্ন আচারের চাহিদা বেড়ে ওঠে। আর এই আচার বিক্রি করেই তিনি স্বনির্ভর হয়ে উঠেছেন বর্তমান সময়ে। দীর্ঘ সময় থেকে এই আচার তৈরি করে স্বনির্ভরতার একটি পথ দেখছেন তিনি। প্রতীকী ছবি ৷
advertisement
5/9
২০১৮ সাল থেকে তিন এই কাজ শুরু করেছেন। জেলার বিভিন্ন মেলায় তাঁর এই আচার নিয়ে তিনি হাজির হতেন। তাঁর বানানো এই আচার বিভিন্ন দোকানেও বিক্রির জন্যও দেন তিনি। প্রতীকী ছবি ৷
advertisement
6/9
এছাড়া যাঁরা অর্ডার দিচ্ছেন তাঁদের বাড়িতেও পৌঁছে দেওয়া হচ্ছে কিছু সময়। আবার অনেকে তাঁর বাড়িতে এসেও কিনে নিয়ে যাচ্ছেন তাঁর তৈরি এই সমস্ত আচার।\" প্রতীকী ছবি ৷
advertisement
7/9
তিনি আরও জানান, \"তবে এই আচারগুলোর বিক্রি করা হচ্ছে বিভিন্ন কৌটোতে প্যাকেট করে। ২৫০ গ্রাম আচারের কৌটোর দাম মাত্র ৬০ টাকা। এ ছাড়া রয়েছে ৫০০ গ্রামের কৌটো এবং ১ কেজির কৌটো। আসলে মহিলারা যে শুধুই সংসার সামলাবে সেটা কেন! প্রতীকী ছবি ৷
advertisement
8/9
তাঁরা চাইলে নিজেরাই আর্থিক ভাবে স্বনির্ভর হয়ে উঠতে পারে। বাড়িতেই বসে তাঁরা বিভিন্ন জিনিস তৈরি করে বিক্রি করে এই আর্থিক স্বনির্ভরতা দেখতে পারে। শুধু প্রয়োজন নিজের মনের ইচ্ছে। তাহলেই প্রচলিত ধারণা ভেঙে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে যেকোন মহিলা এগিয়ে যেতে পারবেন।\" প্রতীকী ছবি ৷
advertisement
9/9
ঠিক যেমনি তিনি হেঁটেছেন সামাজিক সঙ্কীর্ণতার বিপক্ষে। অন্যদের ও তিনি এভাবেই কাজ করার কথা বলে থাকেন। তবে বর্তমানে শুধু তিনি নিজেই স্বনির্ভর হননি। এলাকার বেশকিছু মহিলাকেও স্বাবলম্বী হয়ে ওঠার পথ দেখিয়েছেন তিনি। প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Business News: বিশাল দক্ষতায় জিনিস তৈরি ও বিক্রি করেই আর্থিক স্বনির্ভর গৃহবধূ! জানুন ব্যবসার সাতকাহন