TRENDING:

Business Ideas: ভাগ্য বদলাতে শুরু করুন এই ব্যবসা, মাত্র ২০০০ টাকায় শুরু করে কালীপুজোয় তিনগুণ লাভ! বাজারে বেড়েছে চাহিদা

Last Updated:
Business Ideas: আধুনিক আলোর যুগেও মাটির প্রদীপের চাহিদা কমেনি। কালীপুজোর মরশুমে নদিয়ার কুমোরপাড়ায় চলছে দিনরাত প্রদীপ তৈরির কাজ। শিল্পীরা জানাচ্ছেন, মাত্র ২ হাজার টাকা বিনিয়োগে তিন গুণ পর্যন্ত মুনাফা সম্ভব। নকশা করা প্রদীপ বাড়াচ্ছে লাভের অঙ্ক
advertisement
1/6
ভাগ্য বদলাতে শুরু করুন এই ব্যবসা, মাত্র ২০০০ টাকায় শুরু করে কালীপুজোয় তিনগুণ লাভ!
কালীপুজোর মরশুম এলেই একদিকে যেমন আলোকসজ্জায় শহর থেকে গ্রাম ঝলমল করে ওঠে, তেমনি অপরদিকে বাড়ে মাটির প্রদীপের চাহিদা। আধুনিক যুগে এলইডি, টুনি লাইট কিংবা নানা রঙের ইলেকট্রিক লাইট বাজারে থাকলেও মাটির প্রদীপের কদর আজও অটুট। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
2/6
নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাটসহ জেলার বিভিন্ন কুমোরপাড়ায় এখন দিনরাত চলছে প্রদীপ তৈরির কাজ। শিল্পীরা জানাচ্ছেন—মাত্র ২ হাজার টাকা ইনভেস্ট করেই এই মরশুমে লাভ করা সম্ভব তিন গুণ পর্যন্ত।
advertisement
3/6
কৃষ্ণনগরের কুমোর অনিমেষ পাল বলেন, “যতই আধুনিক লাইট আসুক না কেন, প্রতিটি পুজোতে প্রতিটি বাড়িতে অন্তত কয়েকটি মাটির প্রদীপ জ্বলবেই। তাই এই শিল্প কখনও হারিয়ে যাবে না।” তবে তিনি জানিয়েছেন, বর্তমানে প্রদীপ তৈরির খরচ অনেক বেড়ে গিয়েছে।
advertisement
4/6
এক গাড়ি মাটি কিনতে খরচ পড়ছে ১,৫০০ থেকে ২,০০০ টাকা। ফলে খরচের বোঝা কিছুটা বাড়লেও, চাহিদা বেড়ে যাওয়ায় বিক্রিও বাড়ছে।
advertisement
5/6
আগের মতো শুধু ছোট প্রদীপ নয়, এখন তৈরি হচ্ছে নকশা করা নানা ধরণের প্রদীপ—পঞ্চ প্রদীপ, চৌদ্দ প্রদীপ, ফুল বা শঙ্খ আকৃতির প্রদীপও। এসব কারুকার্যময় প্রদীপের দাম তুলনামূলক বেশি, আর সেটিই বাড়িয়ে দিচ্ছে মুনাফার অঙ্ক।
advertisement
6/6
স্থানীয় বাজার ছাড়াও এই প্রদীপ রপ্তানি হচ্ছে কলকাতা, মুম্বই, দিল্লি এমনকি দেশের বাইরেও। শিল্পীদের মতে, এই মরশুমে প্রদীপের ব্যবসা অনেকের কাছেই জীবিকা ও আয়ের প্রধান উৎস হয়ে উঠেছে। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Business Ideas: ভাগ্য বদলাতে শুরু করুন এই ব্যবসা, মাত্র ২০০০ টাকায় শুরু করে কালীপুজোয় তিনগুণ লাভ! বাজারে বেড়েছে চাহিদা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল