Union Bank: Diwali-র আগে ইউনিয়ন ব্যাঙ্কের ধামাকা, উৎসবের মরশুমে গৃহঋণে সুদ কমল
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Union Bank|Home Loan Interest rates reduced: ফের বড় খবর গ্রাহকদের জন্য ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার
advertisement
1/7

যদি সস্তায় বাড়ি কেনার পরিকল্পনা থাকে সেক্ষেত্রে দারুণ সুযোগ রয়েছে সামনে ৷ ব্যাঙ্ক ছাড়াও এই মুহূর্তে হাউজিং ফাইন্যান্স সংস্থাও কম সুদের গৃহঋণ দিচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/7
এরই মাঝে দেশের অন্যতম বড় সরকারি ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গৃহঋণে সুদের হার ০.৪০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে (Union Bank of India has been reduced the interest rates of Home Loan) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/7
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Union Bank of India) ৬.৪ শতাংশ হারে শুরুর দিকের সুদ ন্যূনতম সুদের হারে গৃহঋণ দেওয়া হবে ৷ এর আগে এই সুদের হার ছিল ৬.৮০ শতাংশ ৷ এই পরিবর্তন ২৭ অক্টোবর ২০২১ থেকেই কার্যকর হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/7
তবে এই নতুন সুদের হার তাদের জন্যই বলবৎ হবে যাঁরা নতুন লোনের জন্য আবেদন করবেন বা পুরনো ঋণ ইউনিয়ন ব্যাঙ্কে স্থানান্তরিত করবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/7
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India): এসবিআইয়ের (SBI) পক্ষ থেকে জানানো হয়েছে শুরুয়াতে হোমলোনে সুদের হার ৬.৭০ শতাংশ, ক্রেডিট কার্ড লিঙ্কড হোমলোন (Credit Card Linked Home Loan) দেওয়ার ব্যাপারে ৷ লোনের টাকার অঙ্ক যতই হোক না কেন ৭৫ লক্ষ টাকার বেশ ঋণের ক্ষেত্রে ৭.১৫ শতাংশ হারে সুদ দিতে হবে গ্রাহকদের ৷ ফেস্টিভ অফারের সঙ্গে গ্রাহকেরা ৬.৭০ শতাংশ হারে ন্যূনতম হারে লোন পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/7
ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda): বিওবি (BOB) গৃহঋণে সুদের হার ৬.৭৫ শতাংশ থেকে কমিয়ে ৬.৫ শতাংশ করেছে ৷ হোমলোনের সুদের নতুন হার ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত বৈধ (New Home loan interest rates will be valid till December 31, 2021 ) ৷ তবে নতুন যাঁরা গৃহঋণের আবেদন করবেন এই নতুন দর তাঁদের জন্যই প্রযোজ্য ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/7
কানাড়া ব্যাঙ্ক (Canara Bank): সর্বজনিক ক্ষেত্রে এমসিএলআর রেট কমিয়েছে ০.১৫ শতাংশ ৷ এক বছরে এমসিএলআর রেট কমিয়ে গৃহঋণে সুদের হার করেছে ৭.২৫ শতাংশ ৷ এই নতুন রেট ৭ অক্টোবর ২০২১ থেকেই কার্যকর এক মাস একদিনের জন্য এমসিএলআর রেট ০.১৫ শতাংশ কমে ৬.৫৫ শতাংশ করেছে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Union Bank: Diwali-র আগে ইউনিয়ন ব্যাঙ্কের ধামাকা, উৎসবের মরশুমে গৃহঋণে সুদ কমল