Budget 2024: Atal Pension-এ মিলবে দ্বিগুণ টাকা, উপকৃত হবেন ৬.৬২ কোটি মানুষ, ঘোষণা হতে পারে বাজেটে
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Budget 2024: দেশের সামাজিক নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করতে চায় কেন্দ্র। সেই লক্ষ্যেই পেনশনের পরিমাণ বাড়ানো হতে পারে।
advertisement
1/7

অটল পেনশন যোজনায় এবার থেকে মিলতে পারে ১০ হাজার টাকা। সুত্রের খবর, ২৩ জুলাই বাজেটে এই ঘোষণা করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সাধারণ মানুষের উপর স্কিমের আর্থিক প্রভাব মূল্যায়ণ করে দেখেছে কেন্দ্র সরকার। বাজেটের আগেই এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
advertisement
2/7
দেশের সামাজিক নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করতে চায় কেন্দ্র। সেই লক্ষ্যেই পেনশনের পরিমাণ বাড়ানো হতে পারে। ২০ জুন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, অটল পেনশন যোজনা স্কিমে দেশের মোট ৬.৬২ কোটি মানুষের অ্যাকাউন্ট রয়েছে। চলতি বছরে আরও ১.২২ কোটি নতুন অ্যাকাউন্ট খোলা হবে।
advertisement
3/7
কেন্দ্র সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, অটল পেনশন যোজনা স্কিমকে আরও আকর্ষণীয় করতে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে গ্যারান্টিযুক্ত পরিমাণ বাড়ানোও রয়েছে। এই প্রস্তাব বিবেচনা করে দেখছে কেন্দ্রীয় সরকার।
advertisement
4/7
বর্তমানে এই স্কিমে অবদানের উপর ভিত্তি করে প্রতি মাসে ১০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত পেনশন দেওয়া হয় গ্রাহকদের। গত মাসে, পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান দীপক মোহান্তি বলেছিলেন, ২০২৩-২৪ সালে অটল পেনশন যোজনার অধীনে তালিকাভুক্তির সংখ্যা ২০১৫ সালে চালু হওয়ার পর থেকে সর্বোচ্চ ছিল।
advertisement
5/7
পেনশন নিয়ন্ত্রক সংস্থাও পেনশনের পরিমাণ বাড়ানোর পক্ষেই মত দিয়েছে। দীপক মোহান্তি বলেছেন, বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে গেলে পেনশনের পরিমাণ বাড়ানো উচিত।
advertisement
6/7
চলতি বছরের শুরুতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছিলেন, অটল পেনশন যোজনা সাশ্রয়ী মূল্যের প্রকল্প হিসেবে ডিজাইন করা হয়েছে, যাতে গ্যারান্টিযুক্ত পেনশন দেওয়া হয়। এক্সে একটি পোস্টে তিনি আরও বলেছেন, অটল পেনশন যোজনা স্কিম শুরু থেকে এখনও পর্যন্ত ৯.১ শতাংশ রিটার্ন দিয়েছে।
advertisement
7/7
২০১৫-১৬ সালে চালু হয়েছিল অটল পেনশন যোজনা স্কিম। জাতীয় পেনশন স্কিমের মাধ্যমে PFRDA এই স্কিম পরিচালনা করে। ৬০ বছর বয়স থেকে অ্যাকাউন্ট হোল্ডারকে পেনশন দেয় সরকার। তবে মৃত্যু বা অসুস্থতার ক্ষেত্রে সময়ের আগে অ্যাকাউন্ট প্রত্যাহার করার সুবিধা রয়েছে। আয়কর দফতরের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই প্রকল্পে যোগদান করতে পারেন না।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Budget 2024: Atal Pension-এ মিলবে দ্বিগুণ টাকা, উপকৃত হবেন ৬.৬২ কোটি মানুষ, ঘোষণা হতে পারে বাজেটে