Budget 2022 Allotment for Kolkata Metro: মেট্রোর জন্য কমল বরাদ্দ, নির্মলার বাজেট থেকে কী পেল বাংলার রেল?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
২০২১ সালে ছিল বিধানসভা নির্বাচন৷ ফলে ২০২০ সালের তুলনায় ২০২১-এ কলকাতা মেট্রোর বিভিন্ন প্রকল্পের জন্য বাজেটে ৫০০ কোটি টাকা অতিরিক্ত পেয়েছিল মেট্রো রেল (Budget 2022 allotment for Kolkata metro)৷
advertisement
1/10

কলকাতা মেট্রোর জন্য কমল বাজেট বরাদ্দ৷ তবে পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলের জন্য বাজেটে আর্থিক বরাদ্দ অনেকটাই বাড়ল৷ নির্মলা সীতারমণের বাজেট থেকে একনজরে বাংলার রেলের এটাই প্রাপ্তি৷
advertisement
2/10
মঙ্গলবার বাজেট পেশ করেছিলেন নির্মলা সীতারমণ৷ রেলের কোন শাখার জন্য অর্থমন্ত্রী কত বরাদ্দ করেছেন, তা এ দিনই প্রকাশ্যে এসেছে৷ সেই পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ২০২১-এর তুলনায় এ বছর কলকাতা মেট্রো রেলের জন্য বরাদ্দ ১১৮ কোটি টাকা কমেছে৷
advertisement
3/10
২০২১ সালে ছিল বিধানসভা নির্বাচন৷ ফলে ২০২০ সালের তুলনায় ২০২১-এ কলকাতা মেট্রোর বিভিন্ন প্রকল্পের জন্য বাজেটে ৫০০ কোটি টাকা অতিরিক্ত পেয়েছিল মেট্রো রেল৷ সেখানে এ বছর বরাদ্দ কমল৷
advertisement
4/10
২০২১ সালে ছিল বিধানসভা নির্বাচন৷ ফলে ২০২০ সালের তুলনায় ২০২১-এ কলকাতা মেট্রোর বিভিন্ন প্রকল্পের জন্য বাজেটে ৫০০ কোটি টাকা অতিরিক্ত পেয়েছিল মেট্রো রেল৷ সেখানে এ বছর বরাদ্দ কমল৷ প্রতীকী ছবি৷
advertisement
5/10
গত বছর নোয়াপাড়া থেকে বারাসাত মেট্রো প্রকল্পের জন্য ৫২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল৷ এবার তা কমে হয়েছে ৫০৮ কোটি৷
advertisement
6/10
নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো প্রকল্পে গত বছর বরাদ্দ ছিল ৩২৮ কোটি টাকা৷ এ বার তা কিছুটা বেড়ে হয়েছে ৩৫০ কোটি টাকা৷ Photo-PTI
advertisement
7/10
জোকা বিবাদী বাগ মেট্রো প্রকল্পে গত ৩৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল৷ এবারেও বরাদ্দের পরিমাণ একই রাখা হয়েছে৷
advertisement
8/10
গত বছর বাজেটে ইস্ট ওয়েস্ট মেট্রো পেয়েছিল ৯০৫ কোটি টাকা৷ এ বারে সামান্য কমিয়ে ৯০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ তবে এই প্রকল্পের কাজও প্রায় সম্পন্ন৷
advertisement
9/10
২০২১-এ পূর্ব রেলের জন্য বাজেটে মোট ৫৪৬০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল৷ এ বার তা বাড়িয়ে করা হয়েছে ৬২৬৬ কোটি৷ গত বছরের তুলনায় যা ৮০৬ কোটি টাকা বেশি৷
advertisement
10/10
দক্ষিণ পূর্ব রেলের জন্য এ বছর ৫৬৮১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে৷ গত বছরের তুলনায় যা ৯০৬ কোটি টাকা বেশি৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Budget 2022 Allotment for Kolkata Metro: মেট্রোর জন্য কমল বরাদ্দ, নির্মলার বাজেট থেকে কী পেল বাংলার রেল?