এইভাবে করুন LPG গ্যাস সিলিন্ডার বুকিং, মিলবে ৫০ টাকা ডিসকাউন্ট
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
ইন্ডেন হোক বা HP অথবা ভারত, তিন সংস্থারই LPG গ্যাস সিলিন্ডারের অনলাইন বুকিংয়ে মিলছে ৫০ টাকা ছাড় ৷ তবে তার জন্য মানতে হবে বিশেষ কিছু শর্ত ৷
advertisement
1/4

রান্নার গ্যাসের দামের ছেঁকায় নাজেহাল মধ্যবিত্ত হেঁশেল ৷ চাল ডাল থেকে শাকসবজি সব কিছু আগুন দাম ৷ গত কয়েকমাস ধরে বেড়েই চলেছে গ্যাস সিলিন্ডারের দাম ৷ এমন মূল্যবৃদ্ধির বাজারে গ্যাসের দামে ৫০ টাকা বাঁচানো গেলে কে না খুশি হবে ৷ অনলাইনে গ্যাস বুকিংয়ের সময় বিশেষ সাইট থেকে বুকিং করলেই গ্যাসের মোট দামের উপর ৫০ টাকা ছাড় পাওয়া যাবে ৷ সস্তায় কিভাবে বুকিং করবেন জেনে নিন এখানে ৷
advertisement
2/4
ইন্ডেন হোক বা HP অথবা ভারত, তিন সংস্থারই LPG গ্যাস সিলিন্ডারের অনলাইন বুকিংয়ে মিলছে ৫০ টাকা ছাড় ৷ তবে তার জন্য মানতে হবে বিশেষ কিছু শর্ত ৷
advertisement
3/4
অ্যামাজন পে ব্যবহার করে রান্নার গ্যাসের অনলাইন বুকিং করলে গ্রাহকরা পেয়ে যাবেন পুরো ৫০ টাকা ক্যাশব্যাক ৷ তাড়াতাড়ি করুন গ্যাসের বুকিং ৷ অফারের মেয়াদ শেষ হবে ৩১ অগাস্ট ৷
advertisement
4/4
সস্তায় গ্যাস বুক করতে গেলে অ্যামাজন অ্যাপের পেমেন্ট অপশনে গিয়ে বেছে নিতে হবে নিজেদের গ্যাস সার্ভিস প্রোভাইডার ৷ এবার সেখানে দিতে হবে রেজিস্টার্ড মোবাইল নম্বর বা এলপিজি নম্বর ৷ এবার অ্যামাজন পে-এর মাধ্যমে করে দিতে হবে পেমেন্ট ৷ ব্যাস তাহলেই ৫০ টাকা লাভে রান্নার গ্যাস হাজির আপনার বাড়ি ৷