এবার মেট্রোতে বুকিং করুন প্রাইভেট কোচ, কামরার ভিতর বিয়ের সুযোগ
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
প্রিওয়েডিং শ্যুট, জন্মদিন বা জীবনের কোনও বিশেষ দিন একটু অন্য ভাবে সেলিব্রেট করতে চান ? মেট্রো নিয়ে এল দারুণ সুযোগ ৷
advertisement
1/4

প্রিওয়েডিং শ্যুট, জন্মদিন বা জীবনের কোনও বিশেষ দিন একটু অন্য ভাবে সেলিব্রেট করতে চান ? মেট্রো নিয়ে এল দারুণ সুযোগ ৷ এবার থেকে মেট্রোতে একটি প্রাইভেট কোচ বুকিং করার সুবিধা মিলবে ৷ এর জন্য প্রত্যের ঘণ্টার হিসেবে পেমেন্ট করতে হবে ৷ ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত খবর অনুযায়ী, বুকিং কনফার্ম হওয়ার পর প্রত্যেক ঘণ্টায় ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত জমা করতে হতে পারে ৷ এছাড়া যিনি বুকিং করবেন তাকে সিকিউরিটি মানি হিসেবে অতিরিক্ত ২০ হাজার টাকা জমা করতে হবে ৷ পরে অবশ্য এই টাকা ফেরত দিয়ে দেওয়া হবে ৷
advertisement
2/4
নয়ডায় মেট্রোর কোচে বার্থডে পার্টি করার সুযোগ মিলছে ৷ চলন্ত বা দাঁড়িয়ে থাকা মেট্রোতে এই পার্টি করার সুযোগ মিলবে ৷ এর জন্য ১০ হাজার টাকা পর্যন্ত লাগতে পারে ৷
advertisement
3/4
NMRC-Noida Metro Rail Corporation এর তরফে এর ঘোষণা ইতিম্যধেই করে দেওয়া হয়েছে ৷ কোচের মধ্যে জন্মদিন, প্রি-ওয়েডিং শ্যুট বা অন্য পার্টি করার সুযোগ মিলবে ৷ তবে এর জন্য NMRC-র বেশ কিছু শর্ত পালন করতে হবে ৷ কখন পার্টি করবেন মেট্রো টাইমিংয়ের মধ্যে না কি রাত ১১ টার পর সেটা সিলেক্ট করারও অপশন রয়েছে ৷ একটি কোচে অধিকতম ৫০ জন উপস্থিত থাকতে পারে ৷
advertisement
4/4
নয়ডার সেক্টর ৫১ মেট্রো স্টেশন থেকে ডিপো স্টেশন পর্যন্ত রাউন্ড ট্রিপ, কোনও সাজানো ছাড়া রেগুলার রানিং মেট্রো কোচে ৪০০০ টাকা প্রতি ঘণ্টায় দিতে হবে ৷ সাজানো হলে দিতে হবে ১০০০০ টাকা ৷ ডিপো মেট্রো স্টেশনে দাঁড়িয়ে থাকা মেট্রোয় কোনও সাজানো ছাড়া মেট্রো কোচের ভাড়া ৫ হাজার টাকার প্রতি ঘণ্টায় ৷ সাজানোর ক্ষেত্রে ভাড়া ৭০০০ টাকা ৷