WhatsApp-এর মাধ্যমে বাড়ি থেকে LPG সিলিন্ডার বুক করুন; শুধু এই পদ্ধতি মেনে চলতে হবে
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
LPG Gas Booking: এখন আর গ্যাস এজেন্সিতে যেতে হবে না। WhatsApp-এর মাধ্যমে কয়েক সেকেন্ডেই বাড়ি থেকে LPG সিলিন্ডার বুক করা যাবে। জেনে নিন সম্পূর্ণ প্রক্রিয়া ও বুকিং কনফার্ম করার ধাপ।
advertisement
1/5

আগে পদ্ধতি এতটাও সহজ ছিল। হয় শরণাপণ্ণ হতে হত এজেন্টের, নয় তো নিজেকেই ছুটতে হত অফিসে গ্যাস সিলিন্ডার বুক করার জন্।। প্রযুক্তি এখন এই কাজ সবার জন্যই সহজ করে দিয়েছে। পরিষেবা প্রদানকারীর নম্বরে মিসড কল দিয়েও গ্যাস সিলিন্ডার বুক করা যায়। পাশাপাশি গ্রাহকরা এখন মেসেজিং অ্যাপ WhatsApp-এর মাধ্যমে LPG গ্যাস সিলিন্ডার বুক করতে পারেন। এক নজরে দেখে নেওয়া যাক কীভাবে WhatsApp থেকে LPG গ্যাস সিলিন্ডার বুক করা যায়।
advertisement
2/5
গ্যাস সরবরাহকারীর WhatsApp নম্বর সেভ যদি কেউ WhatsApp-এর মাধ্যমে সিলিন্ডার বুক করতে চান, তাহলে প্রথমেই নিজেদের ফোনে নিজেদের গ্যাস সরবরাহকারীর WhatsApp নম্বরটি সেভ করতে হবে। যদি এলপিজি সিলিন্ডার সরবরাহকারী এইচপি (হিন্দুস্তান পেট্রোলিয়াম) হয়, তাহলে তাদের WhatsApp নম্বর ৯২২২২০১১২২ নিজেদের ফোনে সেভ করতে পারে। একইভাবে, যদি এলপিজি সিলিন্ডার সরবরাহকারী ইন্ডেন (ইন্ডিয়ান অয়েল) হয়, তাহলে তাদের WhatsApp নম্বর ৭৫৮৮৮৮৮৮২৪ সেভ করতে পারে। কেউ যদি ভারত গ্যাসের গ্রাহক হয়, তাহলে ১৮০০২২৪৩৪৪ সেভ করতে হবে।
advertisement
3/5
WhatsApp-এ কীভাবে গ্যাস সিলিন্ডার বুক করা যেতে পারে -- প্রথমেই নিজেদের ফোনে WhatsApp ওপেন করতে হবে।- তারপর, WhatsApp মাধ্যমে সেই সরবরাহকারীকে Hi লিখে পাঠাতে হবে।- এটি করার পরে বেশ কয়েকটি বিকল্প দেখা যাবে এবং একটি স্বয়ংক্রিয় বার্তা পাওয়া যাবে।- তাদের মধ্যে থেকে 'সিলিন্ডার বুক করুন' বা 'Refill Booking' সিলেক্ট করতে হবে।- এরপর, নিজেদের গ্রাহক আইডি অথবা রেজিস্টার মোবাইল এন্টার করতে হবে।
advertisement
4/5
- বিবরণ এন্টার করানোর পর বুকিং কনফার্ম হয়ে যাবে।- এরপর সঙ্গে সঙ্গে একটি কনফারমেশন বার্তা পাওয়া যাবে।এই পদক্ষেপগুলি অনুসরণ করে, যে কেউ সহজেই WhatsApp-এর মাধ্যমে বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন।
advertisement
5/5
সুবিধাটা ঠিক কোথায়ফোনের মাধ্যমেও সিলিন্ডার বুকিং করা যেতে পারে, তবে কল সংযোগ না হওয়া বা নেটওয়ার্ক সমস্যার মুখে পড়তে হতেই পারে। আর WhatsApp-এর মাধ্যমে বুকিং করা বেশ সহজ। এর জন্য ফোন নম্বরটি রিচার্জ করারও প্রয়োজন নেই। যদি ওয়াইফাইয়ের মতো ইন্টারনেট কানেকশন থাকে, তাহলে ফোন রিচার্জ না করেও নিজেদের সিলিন্ডার বুক করা যেতে পারে। শুধু যা দরকার তা হল WhatsApp-এর সংযুক্ত একটি পরিষেবা প্রদানকারীর নম্বর।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
WhatsApp-এর মাধ্যমে বাড়ি থেকে LPG সিলিন্ডার বুক করুন; শুধু এই পদ্ধতি মেনে চলতে হবে