TRENDING:

BOB Fixed Deposit Calculator: BOB-তে ১২ মাস মেয়াদে ২ লাখ টাকার FD করছেন? ম্যাচিউরিটিতে কত রিটার্ন পাবেন দেখুন, রইল সম্পূর্ণ হিসেব

Last Updated:
BOB Fixed Deposit Calculator: ব্যাঙ্ক অফ বরোদা দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক। ফিক্সড ডিপোজিটে সুদের হারও ভাল। বিভিন্ন মেয়াদে বিনিয়োগ করা যায়।
advertisement
1/8
BOB-তে ১২ মাস মেয়াদে ২ লাখ টাকার FD করছেন? ম্যাচিউরিটিতে কত রিটার্ন পাবেন দেখুন
শেয়ার বাজার জুড়ে এখন শুধুই দীর্ঘশ্বাস। গত দু-তিন মাস ধরে সেনসেক্স, নিফটি নিম্নমুখী। সর্বস্বান্ত বিনিয়োগকারীরা। কবে আবার বাজার উঠবে? বিনিয়োগের টাকা উঠে আসবে? লাভ মিলবে আদৌ? এই নিয়েই আলোচনা চলছে।
advertisement
2/8
বাজার সবসময় উত্থান-পতনে ভরা। কখনও লাভ হয়, কখনও লোকসান। কিন্তু এই ঝুঁকি নিতে রাজি নন অনেক বিনিয়োগকারীই। তাঁরা নিরাপদ জায়গায় বিনিয়োগ করতে চান। যেখানে কষ্টের টাকা সুরক্ষিত থাকবে, সঙ্গে থাকবে নিশ্চিত রিটার্নের গ্যারান্টি।
advertisement
3/8
নিশ্চিত রিটার্ন বললে এখনও সবার আগে মাথায় আসে ফিক্সড ডিপোজিটের কথাই। শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ডের যুগেও এফডি-এর জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি একচুলও। বরং অনিশ্চয়তার যুগে এর জনপ্রিয়তা উত্তরোত্তর বেড়েছে।
advertisement
4/8
ব্যাঙ্ক অফ বরোদা দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক। ফিক্সড ডিপোজিটে সুদের হারও ভাল। বিভিন্ন মেয়াদে বিনিয়োগ করা যায়। ৪.২৫ শতাংশ থেকে শুরু করে ৭.৩০ শতাংশ হারে সুদ পান গ্রাহকরা। ফলে নজরকাড়া রিটার্নও মেলে।
advertisement
5/8
১২ মাস অর্থাৎ এক বছর মেয়াদি ফিক্সড ডিপোজিট স্কিমে সাধারণ গ্রাহকদের ৬.৮৫ শতাংশ হারে সুদ দিচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার কিছুটা বেশি। একই মেয়াদে তাঁদের ৭.৩৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।
advertisement
6/8
এখন কেউ যদি ১২ মাস মেয়াদে ২ লাখ টাকার ফিক্সড ডিপোজিট করেন, তাহলে ম্যাচিউরিটিতে তিনি কত টাকা রিটার্ন পাবেন? ফিক্সড ডিপোজিট ক্যালকুলেটর অনুযায়ী, সাধারণ গ্রাহকরা ১ বছরে ৬.৮৫ শতাংশ হারে সুদ থেকে পাবেন ১৪,০৫৬ টাকা। অর্থাৎ সুদ এবং আসল মিলিয়ে ম্যাচিউরিটিতে তিনি হাতে পাবেন ২,১৪,০৫৬ টাকা।
advertisement
7/8
প্রবীণ নাগরিকদের সুদের হার বেশি হওয়ায় তাঁরা রিটার্নও বেশি পাবেন। ফিক্সড ডিপোজিট ক্যালকুলেটর অনুযায়ী, যদি কোনও প্রবীণ নাগরিক ব্যাঙ্ক অফ বরোদা-তে ১২ মাস মেয়াদে ২ লাখ টাকার ফিক্সড ডিপোজিট করেন, তাহলে ম্যাচিউরিটিতে তিনি ৭.৩৫ শতাংশ হারে ১৫,১১০ টাকা সুদ পাবেন। সুদ এবং আসল মিলিয়ে তাঁর হাতে আসবে ২,১৫,১১০ টাকা।
advertisement
8/8
এখন যদি কেউ একই মেয়াদে ৪ লাখ টাকা জমা করেন, তাহলে কত পাবেন? এক্ষেত্রে রিটার্নও বাড়বে। কারণ বিনিয়োগের পরিমাণ বেশি। এফডি ক্যালকুলেটর অনুযায়ী, ১২ মাস মেয়াদে ৬.৮৫ শতাংশ সুদের হারে ৪ লাখ টাকা বিনিয়োগ করলে সাধারণ গ্রাহক সুদ থেকে ২৮,১১২ টাকা পাবেন। সুদ ও আসল মিলিয়ে হাতে পাবেন ৪,২৮,১১২ টাকা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
BOB Fixed Deposit Calculator: BOB-তে ১২ মাস মেয়াদে ২ লাখ টাকার FD করছেন? ম্যাচিউরিটিতে কত রিটার্ন পাবেন দেখুন, রইল সম্পূর্ণ হিসেব
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল