SBI গ্রাহক ও কর্মচারীদের জন্য বড় খবর ! ব্রাঞ্চ বন্ধ ও কর্মী ছাঁটাই নিয়ে কী জানাল সরকার ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
মার্চ ২০২১ পর্যন্ত কর্মী সংখ্যা কমানোর কোনও যোজনা নেই ৷
advertisement
1/4

দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অথার্ৎ এসবিআই-এর ব্রাঞ্চ বন্ধ ও কর্মী ছাঁটাই নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করল সরকার ৷ এদিন সরকারের তরফে জানানো হয় যে সরকারের এরকম কোনও যোজনা নেই ৷সংসদে অনুরাগ সিং ঠাকুর জানিয়েছিলেন, ‘না তো এসবিআই এর শাখা ই-কর্নারে বদলানোর কোনও পরিকল্পানা রয়েছে না ব্যাঙ্ক কর্মচারীদের ছাঁটাইয়ের প্ল্যান ৷’
advertisement
2/4
অনুরাগ সিং ঠাকুর লিখিত জবাবে জানিয়েছে, এসবিআই-এর তরফে দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমান সময়ে SBI-র দেশে মোট ২.৫ লক্ষ কর্মচারী রয়েছে ৷ মার্চ ২০২১ পর্যন্ত কর্মী সংখ্যা কমানোর কোনও যোজনা নেই ৷ পাশাপাশি ব্যাঙ্কের শাখা বন্ধ করে সেটি ই-কর্নারে বদলে ফেলারও সরকারের কোনও পরিকল্পনা নেই ৷
advertisement
3/4
৩০ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত স্টেট ব্যাঙ্কের কাছে ৩০ লক্ষ কোটি টাকার বেশি ডিপোজিট ছিল ৷ব্যাঙ্কের গোটা দেশে প্রায় ২২০০০ ব্রাঞ্চ ও ATM/CDM নেটওয়ার্কের সংখ্যা ৫৮৫০০ এর বেশি রয়েছে ৷
advertisement
4/4
স্টেট ব্যাঙ্কের প্রায় ৬.৬ কোটি গ্রাহক ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করে থাকে ৷ তার মধ্যে ১.৫ কোটি গ্রাহক মোবাইল ব্যাঙ্কিংয়ের ব্যবহার করে থাকে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
SBI গ্রাহক ও কর্মচারীদের জন্য বড় খবর ! ব্রাঞ্চ বন্ধ ও কর্মী ছাঁটাই নিয়ে কী জানাল সরকার ?