TRENDING:

PM Kisan: পিএম কিষাণ সুবিধাভোগীদের জন্য বড় খবর, শুনলে চমকে যাবেন!

Last Updated:
এপ্রিল-জুলাই মাসে প্রথম কিস্তি, অগাস্ট-সেপ্টেম্বরে দ্বিতীয় কিস্তি এবং ডিসেম্বর থেকে মার্চের মধ্যে তৃতীয় কিস্তির টাকা দেওয়া হয়।
advertisement
1/10
পিএম কিষাণ সুবিধাভোগীদের জন্য বড় খবর, শুনলে চমকে যাবেন!
ভারত কৃষিপ্রধান দেশ। কৃষকদের উন্নতিকল্পে একাধিক প্রকল্প নিয়ে এসেছে সরকার। এর মধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা অন্যতম। এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার চাষের জন্য কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে।
advertisement
2/10
এখনও পর্যন্ত ১৩টি কিস্তির টাকা দেওয়া হয়েছে। এবার ১৪তম কিস্তির টাকা দেওয়া হবে। ২৭ জুলাই কৃষকরা এই কিস্তি পাবেন বলে জানা গিয়েছে।
advertisement
3/10
প্রধানমন্ত্রী কিষাণ যোজনা প্রকল্পে প্রতি বছর কৃষকদের ৬ হাজার টাকা করে দেওয়া হয়। এই ৬ হাজার টাকা দেওয়া হয় ৩ কিস্তিতে। তিন মাস অন্তর কৃষকদের অ্যাকাউন্টে ২ হাজার টাকা করে পাঠায় কেন্দ্র সরকার। এপ্রিল-জুলাই মাসে প্রথম কিস্তি, অগাস্ট-সেপ্টেম্বরে দ্বিতীয় কিস্তি এবং ডিসেম্বর থেকে মার্চের মধ্যে তৃতীয় কিস্তির টাকা দেওয়া হয়।
advertisement
4/10
তালিকায় নাম আছে কি না দেখে নেওয়া যাবে এভাবে:
advertisement
5/10
এই স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in-এ লগ ইন করে, কৃষকরা তাঁদের নাম আছে কি না দেখে নিতে পারেন। অর্থাৎ পিএম কিষাণ স্কিমের ১৪তম কিস্তির টাকা কাদের অ্যাকাউন্টে ঢুকবে তা পরীক্ষা করে দেখে নেওয়া যায়।
advertisement
6/10
এর জন্য হোম পেজের ‘ফার্মার্স কর্নার’-এ যেতে হবে। তারপর ‘বেনিফিসিয়ারি স্টেটাস’-এ ক্লিক করে ঢুকতে হবে পরের পেজে। এই পেজে সমস্ত তথ্য দিলেই নাম আছে কি না জানা যাবে।
advertisement
7/10
এছাড়া তালিকায় নাম আছে কি না জানতে পিএম কিষাণের টোল ফ্রি নম্বর ১৫৫২৬১-এ ফোন করতে পারেন কৃষকরা। এখান থেকেও ই-কেওয়াইসি করা হয়েছে কি না, টাকা পাবেন কি না, এমন তথ্য জানা যাবে।
advertisement
8/10
কারা পিএম কিষাণ যোজনার সুবিধা পাবেন না: যে সমস্ত কৃষকরা অন্যের জমিতে খাজনা দিয়ে চাষাবাদ করেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এই প্রকল্পের জন্য জমি থাকা বাধ্যতামূলক।
advertisement
9/10
এছাড়াও, যদি কৃষক বা তার পরিবারের কোনও সদস্য সাংবিধানিক পদে থাকেন বা ডাক্তার, ইঞ্জিনিয়ার, সিএ, স্থপতি বা আইনজীবীর মতো পেশাদার হন তবে তিনিও এই প্রকল্পের সুবিধা পাবেন না।
advertisement
10/10
এমনকী যদি কোনও অবসরপ্রাপ্ত কর্মচারী অবসর জীবনে কৃষিকাজ করেন কিন্তু মাসিক ১০ হাজার টাকার বেশি পেনশন পান তাহলে তিনিও এই প্রকল্পের আওতায় আসবেন না।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: পিএম কিষাণ সুবিধাভোগীদের জন্য বড় খবর, শুনলে চমকে যাবেন!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল