Google Pay, Paytm-ই পাঠানো যাবে ১ লাখ টাকার বেশি ? UPI পেমেন্ট নিয়ে বড় সিদ্ধান্ত
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক। ইউপিআই লেনদেনে উর্ধ্বসীমা বাড়ানোর ঘোষণা করলেন গভর্নর শক্তিকান্ত দাস।
advertisement
1/8

এখন আর পকেটে নগদ টাকা নিয়ে কেউ ঘোরে না। লেনদেন হয় অনলাইনে, ইউপিআই মারফত। স্মার্টফোনে ইনস্টল করা থাকে জিপে, অ্যামাজন পে, পেটিএম, ফোনপে-র মতো অ্যাপ।
advertisement
2/8
যে কোনও সময়, যেখান থেকে খুশি প্রয়োজন মতো টাকা পাঠিয়ে দেওয়া যায়। কিন্তু টাকা পাঠানোরও উর্ধ্বসীমা রয়েছে। এবার এই নিয়ে বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক। ইউপিআই লেনদেনে উর্ধ্বসীমা বাড়ানোর ঘোষণা করলেন গভর্নর শক্তিকান্ত দাস।
advertisement
3/8
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, ‘ইউপিআই-এর মাধ্যমে টাকা পাঠানোর সীমা ১ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করা হল’। তবে শর্ত প্রযোজ্য। কারণ সব জায়গায় এই সুবিধা মিলবে না। কোথায় মিলবে? শিক্ষা প্রতিষ্ঠানের ফি দিতে বা হাসপাতালের বিল মেটাতে ৫ লাখ টাকার উর্ধ্বসীমা ব্যবহার করা যাবে।
advertisement
4/8
বলে রাখা ভাল, এনপিসিআই বর্তমানে ইউপিআই পেমেন্টের সীমা নির্ধারণ করেছে। এনপিসিআই জানিয়েছে, ইউজাররা ইউপিআই-এর মাধ্যমে দিনে মাত্র ১ লক্ষ টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন।
advertisement
5/8
এর বেশি টাকা দেওয়া যাবে না। যাঁরা প্রতিদিন ১০০ বা ২০০ টাকা লেনদেন করেন, এই নিয়মে তাঁদের কোনও সমস্যা হবে না। কিন্তু যাঁরা প্রতিদিন মোটা টাকা লেনদেন করেন তাঁরা সমস্যায় পড়তে পারেন।
advertisement
6/8
একদিনে প্রতিটি অ্যাপের মাধ্যমে কত টাকা লেনদেন করা যায়? যাঁরা জিপে ব্যবহার করেন, তাঁরা প্রতিদিন ইউপিআই-এর মাধ্যমে ১ লাখ টাকা পাঠাতে পারবেন। এর বেশি নয়।
advertisement
7/8
জিপে ইউজার দিনে যে পরিমাণ অর্থ প্রদান করেন তা পরিবর্তিত হলেও মোট পরিমাণ ১ লাখ টাকা পর্যন্তই হতে হবে। এনপিসিআই আরও জানিয়েছে, পেটিএম থেকেও ১ লাখ টাকা পর্যন্ত পাঠানো যাবে।
advertisement
8/8
প্রসঙ্গত, পেটিএম এক ঘণ্টায় ২০ হাজার টাকা পর্যন্ত লেনদেনের অনুমতি দেয়। প্রতি ঘণ্টায় সর্বনিম্ন ৫টি লেনদেন এবং সর্বোচ্চ ২০টি লেনদেনের অনুমতি দেওয়া হয়েছে। ফোনপে ব্যবহারকারীরাও একদিনে ১ লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন৷ ইউজার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অর্থ স্থানান্তর করছেন, তার উপরেও এই সীমা কিছুটা নির্ভর করে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Google Pay, Paytm-ই পাঠানো যাবে ১ লাখ টাকার বেশি ? UPI পেমেন্ট নিয়ে বড় সিদ্ধান্ত