TRENDING:

Big Changes in Rules From 1st July: আজ থেকে বদলাল একাধিক বড় নিয়ম ! জেনে নিন না হলে পড়বেন সমস্যায়

Last Updated:
Big Changes in Rules From 1st July: আজ, ১ জুলাই ২০২৫ থেকে একাধিক গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন হয়েছে—আধার-প্যান সংযুক্তিকরণ বাধ্যতামূলক, ITR জমার নতুন সময়সীমা, ব্যাঙ্কিং চার্জ পরিবর্তন।
advertisement
1/6
আজ থেকে বদলাল একাধিক বড় নিয়ম ! জেনে নিন না হলে পড়বেন সমস্যায়
১ জুলাই থেকে বেশ কয়েকটি নতুন অর্থনৈতিক নিয়ম কার্যকর হল, যা সরাসরি বা পরোক্ষভাবে আপনার অর্থব্যবস্থার উপর প্রভাব ফেলবে। এই পরিবর্তনগুলি আগে থেকেই জেনে রাখলে আপনারই সুবিধা হবে এবং যথাযথ প্রস্তুতি নিতে পারবেন। একাধিক গুরুত্বপূর্ণ আর্থিক পরিবর্তন আনা হচ্ছে, যার মধ্যে রয়েছে PAN-এর সঙ্গে বাধ্যতামূলক আধার সংযুক্তিকরণ থেকে শুরু করে নতুন ক্রেডিট কার্ডের নিয়মাবলি।
advertisement
2/6
সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) ঘোষণা করেছে যে, ১ জুলাই থেকে নতুন PAN কার্ডের আবেদনের জন্য আধার যাচাই বাধ্যতামূলক হবে।
advertisement
3/6
আয়কর রিটার্ন (ITR) দাখিলের সময়সীমা বাড়লসেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর ২০২৫ করেছে। এর আগে এই সময়সীমা ছিল চলতি মাসের শেষ দিন অর্থাৎ ৩১ জুলাই ২০২৫। এই সময়সীমা বৃদ্ধি করায় করদাতারা আর একটু সময় পেলেন রিটার্ন জমা দেওয়ার জন্য, যাতে তারা তাড়াহুড়ো না করে ভুল-ভ্রান্তি ছাড়াই ফাইলিং সম্পন্ন করতে পারেন।
advertisement
4/6
SBI, HDFC ও ICICI-র সংশোধিত ক্রেডিট কার্ড ও ব্যাঙ্কিং চার্জ২০২৫ সালের ১৫ জুলাই থেকে SBI কার্ড তাদের ক্রেডিট কার্ড বিলের Minimum Amount Due (MAD)-এর হিসেব পদ্ধতি পরিবর্তন করবে।এই নতুন হিসেব অনুযায়ী, সম্পূর্ণ GST, EMI-এর পরিমাণ, বিভিন্ন ফি, ফাইন্যান্স চার্জ, ওভার-লিমিট অ্যামাউন্ট—এসবের সঙ্গে বাকি বকেয়া টাকার উপর ২% অতিরিক্ত যোগ করে Minimum Amount Due নির্ধারণ করা হবে।
advertisement
5/6
২০২৫ সালের ১ জুলাই থেকে HDFC ব্যাঙ্ক অনলাইন স্কিল-ভিত্তিক গেমিং এবং ওয়ালেটে টাকার লেনদেনে নতুন চার্জ প্রয়োগ করতে চলেছে। প্রতি মাসে ১০,০০০ টাকার বেশি এমন লেনদেনে ১% ফি ধার্য করা হবে, এবং সর্বাধিক ফি হবে ৪,৯৯৯ টাকা।এই ধরনের লেনদেনে কোনও রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হবে না।
advertisement
6/6
অন্যান্য ব্যাঙ্কগুলির পথ অনুসরণ করে, অ্যাক্সিস ব্যাঙ্ক ঘোষণা করেছে যে ২০২৫ সালের ১ জুলাই থেকে ফ্রি লিমিটের বেশি ATM লেনদেনে চার্জ ২১ টাকা থেকে বাড়িয়ে ২৩ টাকা করা হবে প্রতি লেনদেনের জন্য।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Big Changes in Rules From 1st July: আজ থেকে বদলাল একাধিক বড় নিয়ম ! জেনে নিন না হলে পড়বেন সমস্যায়
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল