Indian Railways: আর গুনতে হবে না অতিরিক্ত টাকা! রেলের টিকিটে বড় পরিবর্তন
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
এবার রেলের তরফে বড় ঘোষণা করা হল।
advertisement
1/6

ট্রেনে চাপলেই দিতে হতো ৩০ টাকা। তবে এবার রেলের তরফে বড় ঘোষণা করা হল। ৩০টাকার ন্যুনতম টিকিট এবার মিলবে ১০টাকাতে। তবে এটা শুধু মাত্র আজিমগঞ্জ কাটোয়া রুটের লোকাল ট্রেনের যাত্রীদের জন্য। আজিমগঞ্জ কাটোয়া রুটে লোকাল ট্রেনের কোভিড মহামারি পরিস্থিতির পর যে ভাড়া বৃদ্ধি ছিল, সেই ভাড়া অবশেষে কমালো রেল দফতর।
advertisement
2/6
২০২০ সালে কোভিড মহামারি পরিস্থিতিতে লোকাল ট্রেনকে স্পেশাল ট্রেন হিসেবে চালানো হতো। যার ভাড়া ছিল সর্ব নিম্ন ৩০ টাকা। অন্য ডিভিশনের ক্ষেত্রে ছিল ১০ টাকা ভাড়া থাকলেও কিন্তু আজিমগঞ্জ জংশন ডিভিশনের লোকাল ট্রেনের ভাড়া ছিল সর্বনিম্ন ৩০ টাকা। তবে রেলের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে এবার যাত্রীদের নূন্যতম ভাড়া হবে ১০ টাকা।
advertisement
3/6
হাওড়া ডিভিশনের অধীনে আজিমগঞ্জ জংশন ষ্টেশন খুব গুরুত্বপূর্ণ। আজিমগঞ্জ থেকে কাটোয়া পর্যন্ত লোকাল ট্রেনের ওপর নির্ভর ছিল নিত্যদিন কয়েক হাজার মানুষ। কোভিড মহামারি পরিস্থিতি থেকে স্পেশাল ট্রেনের এই ভাড়া বৃদ্ধি ছিল।
advertisement
4/6
৩০ টাকা থেকে ৭০ টাকা পর্যন্ত দিতে হতো যাত্রীদের। ভাড়া বৃদ্ধি হলেও দীর্ঘ প্রায় তিন বছর পরে অবশেষে ভাড়া কমানো হল। আজিমগঞ্জ রেল ষ্টেশনের সঙ্গে ইতি মধ্যেই যুক্ত হচ্ছে নশিপুর রেল ব্রীজ।
advertisement
5/6
মার্চের প্রথম সপ্তাহে ব্রীজ উদ্বোধন হওয়ার কথা। ফলে আরও নতুন সংযোজন হবে এই আজিমগঞ্জ জংশন। তবে এই ভাড়া কমানো নিয়ে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী থেকে বিজেপির বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ এমনকি সাধারণ মানুষ আন্দোলনে সামিল হয়েছিলেন।
advertisement
6/6
বারবার রেলকে চিঠি করে অবশেষে সুফল। আজকে থেকে আজিমগঞ্জ থেকে কাটোয়া পর্যন্ত ন্যুনতম ১০টাকা তে যাত্রীরা টিকিট পাবেন। ফলে খুশি এখন লোকাল ট্রেনের যাত্রীরা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Indian Railways: আর গুনতে হবে না অতিরিক্ত টাকা! রেলের টিকিটে বড় পরিবর্তন