PNB গ্রাহকদের জন্য বড় খবর ! ৮ অগাস্টের মধ্যে এই কাজ না করলে ফ্রিজ হয়ে যাবে অ্যাকাউন্ট !
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
PNB গ্রাহকদের জন্য জরুরি সতর্কবার্তা! ৮ অগাস্ট ২০২৫-এর মধ্যে যদি KYC আপডেট না করা হয়, তাহলে আপনার অ্যাকাউন্টে লেনদেন বন্ধ হয়ে যেতে পারে।
advertisement
1/8

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড় খবর ৷ পিএনবি-তে আপনার কি অ্যাকাউন্ট রয়েছে ? তাহলে অবশ্যই দেরি না করে সেরে নিন এই কাজটি ৷ ৮ অগাস্ট ২০২৫-এর মধ্যে কেওয়াইসি করা বাধ্যতামূলক বলে জানিয়েছে ব্যাঙ্ক ৷ কোনও ৩০ জুন ২০২৫ এর মধ্যে কেওয়াইসি আপডেট করার সময়সীমা দেওয়া হয়েছিল গ্রাহকদের ৷ যাঁরা এখনও আপডেট করেনি তাঁদের ৮ অগাস্টের মধ্যে কেওয়াইসি করাতে হবে ৷ না হলে ফ্রিজ হয়ে যেতে পারে অ্যাকাউন্ট ৷
advertisement
2/8
ব্যাঙ্ক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যদি KYC আপডেট না করা হয়, তাহলে অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা অর্থাৎ ফ্রিজ করা হতে পারে। KYC আপডেটের জন্য গ্রাহকদের পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ, সাম্প্রতিক ছবি, প্যান কার্ড বা ফর্ম ৬০, আয় সংক্রান্ত প্রমাণপত্র এবং মোবাইল নম্বরের মতো তথ্য ব্যাঙ্কে জমা দিতে হবে। এই প্রক্রিয়া আপনি PNB One অ্যাপ, ইন্টারনেট ব্যাঙ্কিং, রেজিস্টার্ড ই-মেল, নিকটবর্তী শাখার মাধ্যমে সম্পন্ন করতে পারেন। অ্যাকাউন্ট সচল রাখতে সময়মতো আপডেট করিয়ে নেওয়া জরুরি ৷
advertisement
3/8
কীভাবে আপডেট করবেন KYC ?ব্যাঙ্কের শাখায় গিয়ে – আপনার পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ, সাম্প্রতিক ছবি, PAN কার্ড/ফর্ম ৬০, আয়ের প্রমাণপত্র এবং মোবাইল নম্বর (যদি আগে না দিয়ে থাকেন) নিয়ে আপনার নিকটবর্তী PNB শাখায় গিয়ে KYC আপডেট করিয়ে নিন।
advertisement
4/8
PNB ONE অ্যাপের মাধ্যমে – বাড়িতে বসেই অনলাইনে আপনি KYC আপডেট করতে পারেন।
advertisement
5/8
ইন্টারনেট ব্যাঙ্কিং (IBS)-এর মাধ্যমে – PNB-র অনলাইন ব্যাঙ্কিংয়ে লগইন করুন এবং KYC আপডেট করার অপশনটি নির্বাচন করুন ।ইমেল বা ডাক মারফত – আপনার হোম ব্রাঞ্চে KYC সংক্রান্ত নথিপত্র পাঠাতে পারেন।
advertisement
6/8
KYC আপডেট না করলে কী হবে?যদি গ্রাহকরা ৮ আগস্ট ২০২৫-এর মধ্যে KYC আপডেট না করেন, তাহলে তারা তাদের অ্যাকাউন্ট থেকে কোনও ধরনের লেনদেন করতে পারবেন না। ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাময়িকভাবে নিষেধাজ্ঞা (অস্থায়ী ফ্রিজ) আরোপ করা হবে, যার ফলে আপনি না টাকা জমা দিতে পারবেন, না তুলতে পারবেন।
advertisement
7/8
KYC স্টেটাস কীভাবে চেক করবেন?আপনি যদি জানতে চান আপনার KYC আপডেট হয়েছে কি না, তাহলে কী করতে হবে ?PNB-র অনলাইন ব্যাঙ্কিংয়ে লগইন করুন।Personal Settings অপশনে গিয়ে KYC স্টেটাস চেক করুন।যদি KYC আপডেট করার প্রয়োজন থাকে, তাহলে স্ক্রিনে একটি মেসেজ দেখা যাবে।
advertisement
8/8
PNB ONE অ্যাপে eKYC কীভাবে করবেন?PNB ONE অ্যাপে লগইন করুন।KYC স্টেটাস চেক করুন।যদি আপডেট করার প্রয়োজন থাকে, তাহলে স্ক্রিনে দেওয়া স্টেপস ফলো করে সহজেই KYC আপডেট করুন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PNB গ্রাহকদের জন্য বড় খবর ! ৮ অগাস্টের মধ্যে এই কাজ না করলে ফ্রিজ হয়ে যাবে অ্যাকাউন্ট !