৭.১ শতাংশ হারে মিলবে সুদ! মহিলাদের জন্য রইল বিনিয়োগের সেরা ৫ স্কিম!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
মহিলাদের জন্য একাধিক বিনিয়োগ বিকল্প রয়েছে, যেখানে উচ্চ হারে রিটার্ন পাওয়া যায়। এখানে সেরকমই কিছু বিনিয়োগ বিকল্পের হদিশ দেওয়া হল।
advertisement
1/7

যুগ বদলেছে। এখন ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে মেয়েরাও। জীবনের প্রতিটা ক্ষেত্রে নিজেদের ছাপ রেখে যাচ্ছে। বিনিয়োগের ক্ষেত্রেও একই ব্যাপার। মহিলাদের জন্য একাধিক বিনিয়োগ বিকল্প রয়েছে, যেখানে উচ্চ হারে রিটার্ন পাওয়া যায়। এখানে সেরকমই কিছু বিনিয়োগ বিকল্পের হদিশ দেওয়া হল।
advertisement
2/7
এসআইপি-র মাধ্যমে মিউচুয়াল ফান্ড: মিউচুয়াল ফান্ডে একক বা এসআইপি-র মাধ্যমে বিনিয়োগ করা যায়। বেশিরভাগ সময় মহিলা বিনিয়োগকারীরা সাধারণত সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানকেই বেছে নেন। এর কিছু সুবিধা রয়েছে।
advertisement
3/7
যেমন প্রতি মাসে মাত্র ৫০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যায়। পোর্টফোলিওতে বৈচিত্র আসে। তাছাড়া এককালীন বিনিয়োগের জন্য মোটা টাকার দরকার হয়। অনেক সময় সেই টাকা হাতে থাকে না। তাই এসআইপি-ই সেরা।
advertisement
4/7
পাবলিক প্রভিডেন্ট ফান্ড: পিপিএফ সবচেয়ে নিরাপদ এবং সরকার সমর্থিত বিনিয়োগ স্কিম। বিশেষ করে মহিলাদের জন্য এটাকে আদর্শ বলে ধরা হয়। কারণ ঝুঁকি নেই। কষ্টার্জিত অর্থ সুদ সমেত ফেরত পাওয়া যায়। বর্তমানে এই স্কিমে ৭.১ শতাংশ হারে সুদ মিলছে। তবে ১৫ বছর লক ইন পিরিয়ড থাকে।
advertisement
5/7
ফিক্সড ডিপোজিট: মহিলাদের জন্য আরেকটি নিরাপদ বিনিয়োগ বিকল্প হল ফিক্সড ডিপোজিট। ব্যাঙ্ক, পোস্ট অফিস বা যে আর্থিক প্রতিষ্ঠানে এফডি করা যায়। তবে সব ব্যাঙ্কে সুদের হার এক নয়। ফিক্সড ডিপোজিটে গ্যারান্টিযুক্ত রিটার্ন মেলে। কোনও ঝুঁকি নেই।
advertisement
6/7
সোনা: প্রাচীনকাল থেকে ভারতীয় মহিলারা যে ক্ষেত্রে বিনিয়োগ করে আসছেন সেটা হল সোনা। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও ছবিটা বদলায়নি। বিগত ৫০ বছরে সোনার ইতিহাস এবং বৃদ্ধির দিকে তাকালে এর থেকে মুখ ফিরিয়ে থাকাও যাবে না। এমনকী মুদ্রাস্ফীতির সময়ে বাজারের পতন হলে বা পণ্যের দাম কমে গেলেও সোনা তার মূল্য ধরে রেখেছে।
advertisement
7/7
এনপিএস: এটা মূলত পেনশন ফান্ড। ভারত সরকার সমর্থিত স্কিম। তাই নিরাপদ। এনপিএস-কে মহিলাদের জন্য সেরা সঞ্চয় স্কিম বললে অত্যুক্তি হয় না। যাঁরা ঝুঁকি নিতে চান না কিন্তু অবসর গ্রহণের পর আর্থিক সংস্থান চান, তাঁদের জন্য এটা আদর্শ।