সরকারের এই স্কিমে চড়া সুদে মোটা রিটার্ন পেতে পারেন মহিলারা, টাকাও থাকবে নিরাপদ!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
এই স্কিমে ৭.৫ শতাংশ হারে সুদ মিলবে। প্রতি ত্রৈমাসিকে চক্রবৃদ্ধি হারে জমা পড়বে অ্যাকাউন্টে।
advertisement
1/7

২০২৩ সালের বাজেটে মহিলাদের জন্য বিশেষ স্কিম নিয়ে আসে কেন্দ্র সরকার। নাম ‘মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট’। মহিলাদের বিনিয়োগে উৎসাহ দিতেই এই স্কিম চালু করেছে সরকার।
advertisement
2/7
এই স্কিমে ৭.৫ শতাংশ হারে সুদ মিলবে। প্রতি ত্রৈমাসিকে চক্রবৃদ্ধি হারে জমা পড়বে অ্যাকাউন্টে। প্রকল্পে বিনিয়োগের সর্বোচ্চ সীমা ২ লক্ষ টাকা। মহিলা বিনিয়োগকারীদের ২০২৫ সালের ৩১ মার্চের মধ্যে ফর্ম-আই পূরণ করতে হবে।
advertisement
3/7
কারা বিনিয়োগ করতে পারবেন: যে কোনও মহিলা বা নাবালিকা মেয়ের নামে ‘মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প’ খোলা যাবে। প্রসঙ্গত, ১০ বছরের কম বয়সী কন্যা সন্তানের নামে অভিভাবকরা সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলতে পারেন। পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ) এর মতো অন্যান্য পোস্ট অফিসের ছোট সঞ্চয় প্রকল্পগুলিতে, একজন অভিভাবক একজন নাবালকের পক্ষে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন।
advertisement
4/7
সিঙ্গল অ্যাকাউন্ট না কি জয়েন্ট অ্যাকাউন্ট: ‘মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প’ যৌথভাবে খোলা যাবে না। কোনও মহিলা নিজের নামে অর্থাৎ সিঙ্গল অ্যাকাউন্ট খুলতে পারেন। পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টও যৌথ ভাবে খোলা যায় না। তবে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অ্যাকাউন্ট স্ত্রীর সঙ্গে যৌথ ভাবে খোলা যেতে পারে। ইন্ডিয়া পোস্ট ওয়েবসাইট অনুসারে, পোস্ট অফিসের মাসিক আয় স্কিম, জাতীয় সঞ্চয় শংসাপত্র, কিষাণ বিকাশ পত্র সবই যৌথ অ্যাকাউন্ট হিসেবে খোলা যায়।
advertisement
5/7
একাধিক অ্যাকাউন্ট: ‘মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প’-এর অধীনে একাধিক অ্যাকাউন্ট খোলা যেতে পারে। তবে সরকারের গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুটি অ্যাকাউন্টের মধ্যে ৩ মাসের ব্যবধান রাখতে হবে। একটি অ্যাকাউন্টে সর্বনিম্ন ১০০০ টাকা এবং সর্বাধিক ২ লক্ষ টাকা জমা করা যাবে।
advertisement
6/7
মেয়াদ শেষের আগেই প্রত্যাহারের নিয়ম: অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে এক বছরের মেয়াদ শেষ হওয়ার পরে বিনিয়োগকারী ৪০ শতাংশ টাকা তুলতে পারেন। অন্যান্য পোস্ট অফিস স্কিমগুলোর তুলনায় এটি আলাদা। কারণ পিপিএফ এবং সুকন্যা সমৃদ্ধি ছাড়া একটি নির্দিষ্ট পরিমাণ উত্তোলনের বিকল্প পাওয়া যায় না।
advertisement
7/7
ট্যাক্স বেনিফিট: বেশিরভাগ পোস্ট অফিসের স্কিমেই ট্যাক্স ছাড় পাওয়া যায়। তবে ‘মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প’-এ সরকার ট্যাক্স বেনিফিট সংক্রান্ত কোনও তথ্য এখনও জানায়নি।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
সরকারের এই স্কিমে চড়া সুদে মোটা রিটার্ন পেতে পারেন মহিলারা, টাকাও থাকবে নিরাপদ!