TRENDING:

Record Beer Sale in West Bengal|| বিয়ার বিক্রিতে সর্বকালীন রেকর্ড! রাজ্যে দিনে কত লক্ষ কেস বিক্রি হচ্ছে জানেন? চমকে উঠবেন...

Last Updated:
Beer sale breaks all-time record: গত দু'মাসে রাজ্যে বিয়ারের বিক্রি সর্বকালীন রেকর্ড গড়ল। অত্যধিক গরমে দিনে ২০ লক্ষ (case) বাক্স করে বিয়ার বিক্রি হয়েছে। গত ৪ বছরে বিয়ার বিক্রি করে এত মুনাফা রাজ্যের কোষাগারে আসেনি বলেই মত আবগারি দফতরের আধিকারিকদের।
advertisement
1/8
বিয়ার বিক্রিতে সর্বকালীন রেকর্ড! রাজ্যে দিনে কত লক্ষ কেস বিক্রি হচ্ছে জানেন?
*গত দু'মাসে রাজ্যে বিয়ারের বিক্রি সর্বকালীন রেকর্ড গড়ল। অত্যধিক গরমে দিনে ২০ লক্ষ (case) বাক্স করে বিয়ার বিক্রি হয়েছে। গত ৪ বছরে বিয়ার বিক্রি করে এত মুনাফা রাজ্যের কোষাগারে আসেনি বলেই মত আবগারি দফতরের আধিকারিকদের। প্রতীকী ছবি। প্রতিবেদনঃ সোমরাজ বন্দ্যোপাধ্যায়।
advertisement
2/8
*সাধারণত গরমে দিনে ১০ লক্ষ করে (case) বিক্রি হয় রাজ্যে। এ বারে ২০ লক্ষ (case) বাক্স করে বিয়ার বিক্রি হয়েছে। গত দু'মাসে বিয়ার বিক্রি করে রাজ্যের আয় হয়েছে ৪০০ কোটি টাকারও বেশি। প্রতীকী ছবি। 
advertisement
3/8
*২০১৯ সালে বিয়ার বিক্রি বেশি থাকলেও এই বিপুল অঙ্কে পৌঁছতে পারেনি আয়। গরমের জন্যই রাজ্যে বিয়ারের এত বিক্রি বলেই মনে করছে আবগারি দফতরের আধিকারিকরা। প্রতীকী ছবি। 
advertisement
4/8
*সম্প্রতি রাজ্যের বিয়ার সংকট তৈরি হয়েছিল। তবে সেই সংকট কিছুতা হলেও মিটেছে। যদিও এখনও রাজ্যে চাহিদার তুলনায় জোগান সমান অনুপাতে আসতে পারেনি। প্রতীকী ছবি। 
advertisement
5/8
*দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যে বিয়ার ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলির উৎপাদন ক্ষমতা বাড়ানো হচ্ছে। চলতি বছরে রাজ্যে বিয়ার সংকটের কথা মাথায় রেখে ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলির এই ব্রিদ্ধির কথা বলছে রাজ্যের আবগারি দফতর। প্রতীকী ছবি। 
advertisement
6/8
*বর্তমানে রাজ্য একাধিক ডোমেস্টিক বিয়ার তৈরির ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে। গত দু-মাসের অভিজ্ঞতায় দেখা গিয়েছে ম্যানুফ্যাকচারিং ইউনিটের যে যোগান রয়েছে, তার তুলনায় অধিক চাহিদা আছে। তার জেরেই একাধিক ব্র্যান্ডের বিয়ার প্রস্তুতকারক সংস্থা ম্যানুফ্যাকচারিং ইউনিটের এক্সপানশন করার কথা ভাবছে। প্রতীকী ছবি। 
advertisement
7/8
*প্রস্তুতকারক প্রতিটি বিয়ার সংস্থার ম্যানুফ্যাকচারিং ইউনিট বর্তমানে রাজ্যে হয়েছে। সম্প্রতি এপ্রিল মাসেও একটি সংস্থা ম্যানুফ্যাকচারিং ইউনিট করেছে। রাজ্যে বিয়ার বিক্রির অতিরিক্ত চাহিদার কথা মাথায় রেখেই এই প্রস্তাব আবগারি দফতরের। প্রতীকী ছবি। 
advertisement
8/8
*২০২২-২৩ আর্থিক বর্ষের শুরুতেই বিপুল রোজগারের পথে রাজ্য আবগারি দফতর। গত বছর বিদেশি ও দেশি মদ বিক্রিতে ১ নম্বরে ছিল। এই হারে বিয়ার বিক্রি হতে থাকলে বিয়ার বিক্রি পুরো অর্থবর্ষ জুড়ে বিপুল আয়ের পথ দেখাবে রাজ্যক, তেমনটাই আশা আবগারি দফতরের। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Record Beer Sale in West Bengal|| বিয়ার বিক্রিতে সর্বকালীন রেকর্ড! রাজ্যে দিনে কত লক্ষ কেস বিক্রি হচ্ছে জানেন? চমকে উঠবেন...
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল