TRENDING:

এই স্কিমের জন্য আবেদন করে থাকলে সাবধান! ফোন তুললেই খোয়াতে পারেন টাকা

Last Updated:
জিএসটি নম্বর এবং অন্যান্য বিষয় জানতে চাওয়া হচ্ছে। সেই সঙ্গে টাকাও দাবি করা হচ্ছে।
advertisement
1/6
এই স্কিমের জন্য আবেদন করে থাকলে সাবধান! ফোন তুললেই খোয়াতে পারেন টাকা
উত্তরপ্রদেশের পশ্চিমাংশের মেরঠের কৃষকদের জন্য প্রতারণা করার অভিনব ফাঁদ পেতেছে প্রতারকরা। মেরঠের যেসব কৃষক পিএম কুসুম সোলার পাম্প স্কিমের আওতায় অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন, তাঁদের সতর্ক থাকার জন্য আবেদন করা হয়েছে।
advertisement
2/6
সতর্কবার্তায় বলা হয়েছে যে, কেউ যদি তাঁদের কল করেন এবং ওই স্কিমের সুবিধা দেওয়ার জন্য টাকা দাবি করেন, তাহলে সমস্ত কৃষককে সাবধান হয়ে যেতে হবে। আসলে এইভাবে কিছু প্রতারক কৃষকদের ভুয়ো কল করছে। আর কৃষকদের কাছ থেকে জিএসটি নম্বর এবং অন্যান্য বিষয় জানতে চাওয়া হচ্ছে। সেই সঙ্গে টাকাও দাবি করা হচ্ছে।
advertisement
3/6
এই নম্বর থেকে কল আসতে পারে:মেরঠের ডেপুটি এগ্রিকালচার ডিরেক্টর নীলেশ চৌরাসিয়া বলেন যে, উত্তরপ্রদেশ সরকারের অতিরিক্ত মুখ্যসচিব (কৃষি)-এর নির্দেশে পিএম-কুসুম/সোলার সেল, কৃষি ভবন লখনউ-এর চিঠির মাধ্যমে জানানো হয়েছে কৃষি অধিদফতর উত্তরপ্রদেশ লখনউকে।
advertisement
4/6
রাজ্যের বিভিন্ন জেলায় সোলার পাম্পের জন্য আবেদনকারী কৃষকদের মোবাইল নম্বর 9719775461 বা অন্য নম্বর থেকে ফোন করে জিএসটি ইত্যাদির অজুহাতে টাকা দাবি করা হচ্ছে। অথচ অধিদফতর এই ধরনের কোনও অর্থ দাবি করে না। তাই কৃষকদের এভাবে কাউকে কোনও প্রকার অর্থ প্রদান করা উচিত নয়।
advertisement
5/6
সোলার পাম্পের পরিকল্পনা পদ্ধতি:সাব-এগ্রিকালচার ডিরেক্টর নীলেশ চৌরাসিয়া বলেন, সোলার পাম্প স্কিমে টোকেন এবং অনলাইন মাধ্যমে কৃষকদের বাছাই করা হয়েছে। আর সবথেকে বড় কথা হল, এই প্রক্রিয়াটি সম্পূর্ণ ভাবে স্বচ্ছ। সেই টোকেনের নিশ্চিতকরণের পরে কৃষি দফতরের পোর্টালে রেজিস্টার্ড থাকা কৃষকদের মোবাইল নম্বরে একটি মেসেজ পাঠিয়েছে কৃষি দফতর।
advertisement
6/6
যেখানে বলা হয়েছে, এই পরিস্থিতিতে সমস্ত কৃষকদের অনুরোধ করা হচ্ছে যেন তাঁরা কারও দ্বারা ভুল পথে চালিত না হন। এই ধরনের কোনও দাবি করা হলে কৃষি দফতরের সংশ্লিষ্ট অফিসে গিয়ে একটি অভিযোগ দায়ের করতে হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
এই স্কিমের জন্য আবেদন করে থাকলে সাবধান! ফোন তুললেই খোয়াতে পারেন টাকা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল