Cyber Crime: সাবধান! ছোট্ট ভুলেই মুহূর্তে ফাঁকা হয়ে যাবে অ্যাকাউন্ট
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:SOUVIK ROY
Last Updated:
ছোট্ট একটি ভুল আর একটি চোখের পলক নিমেষের মধ্যেই সব শেষ! তবে শেষ হওয়ার আগেই সাবধানতা অবলম্বন করুন
advertisement
1/8

সম্প্রতি টেকনোলজি যত উন্নত হচ্ছে লাগামছাড়া হয়ে উঠেছে সাইবার প্রতারণা। ফোনের মধ্যে একটি ভুল ওটিপি আর সেই ওটিপি ফোনের মাধ্যমে কোন অপরিচিত মানুষকে বললেই আর কোনও গল্প নেই, মুহূর্তে ব্যাঙ্ক থেকে টাকা গায়েব করে দেওয়া হচ্ছে।
advertisement
2/8
সেই পরিস্থিতিতে আমজনতাকে সতর্ক করতে কয়েকটি পরামর্শ দিলেন সাইবার ক্রাইমের আইনজীবী সুরজিৎ সিনহা। সাইবার জালিয়াতি রুখতে কী কী করতে হবে, কী কী করতে হবে না? জেনে নিন পুরো বিষয়টি-
advertisement
3/8
ওটিপি ছাড়াই ব্যাঙ্ক থেকে তুলে নেওয়া হচ্ছে পেনশনের টাকা থেকে শুরু করে নিজের ফিক্সড ডিপোজিটের টাকা- সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে এরকম আর্থিক জালিয়াতির অভিযোগ উঠছে। যাঁরা প্রযুক্তিতে অতটা পাকাপোক্ত নন, শুধুমাত্র তাঁদের যে এরকম আর্থিক জালিয়াতির মুখে পড়তে হচ্ছে ; সেটা নয়। যাঁরা প্রযুক্তিতে যথেষ্ট স্বাচ্ছন্দ্য, তাঁরাও এরকম প্রতারণার শিকার হচ্ছেন।
advertisement
4/8
বিশেষজ্ঞরা যেটা জানাচ্ছেন, 'আধার এনেবেলড পেমেন্ট সিস্টেম'-কে ব্যবহার করে প্রতারণার জাল বিছিয়েছে জালিয়াতরা। ফিঙ্গারপ্রিন্ট ও আধার কার্ডের তথ্য ব্যবহার করে চোখের নিমেষে হাজার হাজার লক্ষ লক্ষ, কোটি-কোটি টাকা গায়েব করে দিচ্ছে। সেই পরিস্থিতিতে আমজনতাকে সাইবার জালিয়াতির গ্রাস থেকে সুরক্ষিত থাকতে কয়েকটি পরামর্শ দিলেন আইনজীবী।
advertisement
5/8
ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে কী কী করতে হবে জানুন সর্বপ্রথম আধারের বায়োমেট্রিক লক করতে হবে। 'এম আধার'অ্যাপ ডাউনলোড করে আধার বায়োমেট্রিক লক করতে পারবেন।কেওয়াইসি জমা দেওয়ার সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে। শেষ চারটি নম্বর ছাড়া আধার কার্ডের বাকি অংশ ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
6/8
ব্যাঙ্ক থেকে টাকা উধাও হয়ে গেলে যত দ্রুত সম্ভবত সংশ্লিষ্ট ব্যাঙ্কের কাছে অভিযোগ জানাতে হবে। ২৪ ঘণ্টার মধ্যেই অতি অবশ্যই টাকা ফেরত চাওয়ার কাজটা সেরে ফেলতে হবে গ্রাহকদের।ব্যাঙ্ক থেকে টাকা উধাও হয়ে গেলে বা কোনও জালিয়াতি হয়েছে বলে বুঝতে পারলে, যত দ্রুত সম্ভব স্থানীয় থানা বা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করতে হবে গ্রাহকদের।
advertisement
7/8
তবে সুরক্ষিত থাকতে কি কি না করবেন? ভেরিফিকেশন বা যাচাই না করে কোনও প্ল্যাটফর্মে একাধিকবার বায়োমেট্রিক দেবেন না। কারণ একাধিক ঘটনায় দেখা গিয়েছে যে মেশিন বুঝতে পারছে না বলে দাবি করে একাধিকবার সংশ্লিষ্ট ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেওয়া হয়। পরবর্তীতে সেই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে খুব সহজে জালিয়াতি করা হয় বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করে দেওয়া হয়।
advertisement
8/8
হুটহাট করে কোথাও আধার নম্বর দেবেন না। অথবা অজানা কাউকে নিজের বায়োমেট্রিক দেওয়া থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ সবমিলিয়ে নিজে একটু সতর্ক থাকলেই এই বড় বড় সমস্যা থেকে আপনি রেহাই পেতে পারবেন।