ব্যাঙ্কে চাকরি করতে চান ? তাহলে ১০ ফেব্রুয়ারির আগে এখানে করুন আবেদন
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
স্পেশ্যালিস্ট অফিসারের পদে নিয়োগ করছে ইন্ডিয়ান ব্যাঙ্ক ৷
advertisement
1/4

ব্যাঙ্কে চাকরির করার সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্ক ৷ স্পেশ্যালিস্ট অফিসারের পদে নিয়োগ করছে ইন্ডিয়ান ব্যাঙ্ক ৷ ম্যানেজার, অ্যাসিস্টেন্ট ম্যানেজার, সিনিয়র ম্যানেজারের জন্য মোট ১৩৮ পদে নিয়োগ করা হবে ৷ ইন্ডিয়ান ব্যাঙ্ক তাদের ওয়েবসাইটে www.indianbank.in এ আবদন গ্রহণ করা শুরু করে দিয়েছে ৷ ১০ ফেব্রুয়ারির আগে আবেদন করা যাবে ৷
advertisement
2/4
প্রত্যেক পদের জন্য বয়সের সীমা আলাদা রাখা হয়েছে ৷ অ্যাসিস্টেন্ট ম্যানেজারের পদের জন্য বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে ৷ ম্যানেজার পদের জন্য ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে বয়স ৷ সিনিয়র ম্যানেজারের পদের জন্য বয়স হতে হবে ২৭ থেকে ৩৭ বছরের মধ্যে ৷
advertisement
3/4
ম্যানেজার পদের জন্য ইন্টারভিউয়ের পর আবেদনপত্র শর্টলিস্ট করা হবে ৷ বাকি পদের জন্য অনলাইন টেস্টের পর ইন্টারভিউয়ে ডাকা হবে ৷ এই সমস্ত পর্যায়ে উত্তীর্ণ হওয়ার পরই সিলেক্ট করা হবে ৷
advertisement
4/4
কীভাবে আবেদন করবেন? www.indianbank.in ওয়েবসাইট পেজে গিয়ে কেরিয়র পেজে ক্লিক করতে হবে ৷ ক্লিক করতেই 'स्पेशलिस्ट ऑफिसर्स 2019-20 ভর্তির লিঙ্ক খুলে যাবে ৷ ১০ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন ৷