মাত্র ৫৯ মিনিটে মিলবে লোন, সরকারি ব্যাঙ্ক শুরু করতে চলেছে এই স্কিম
Last Updated:
এবার একবারই ব্যাঙ্কে গিয়ে সহজেই পেয়ে যাবেন লোন ৷
advertisement
1/4

খুব শীঘ্রই মাত্র ৫৯ মিনিটে বাড়ি ও গাড়ির লোন পাবেন গ্রাহকরা ৷ লোনের জন্য ব্যাঙ্কের আর দিনের পর দিন চক্কর কাটতে হবে না ৷ এবার একবারই ব্যাঙ্কে গিয়ে সহজেই পেয়ে যাবেন লোন ৷
advertisement
2/4
পাবলিক সেক্টরের ব্যাঙ্কগুলি ইতিমধ্যেই এই বিষয়ে কাজ করতে শুরু করে দিয়েছে ৷ এবার ৫৯ মিনিটে হোম ও অটো লোন দেওয়ার জন্য 'psbloansin59minutes' সুবিধা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
advertisement
3/4
৫৯ মিনিটে MSME লোন পাবে ১ কোটি টাকার ৷ তবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও কর্পোরেশন ব্যাঙ্ক এই সীমা বাড়িয়ে ৫ কোটি টাকা করে দিয়েছে ৷ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখন বেশ কয়েকটি রিটেল লোন এই ক্যাটাগরিতে আনার যোজনা শুরু করেছে ৷ IOB ও এর জন্য কাজ শুরু করে দিয়েছে ৷
advertisement
4/4
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জেনারল ম্যানেজার সলিল কুমার জানিয়েছেন যে ব্যাঙ্ক এই বিষয়ে কাজ করছে ৷ ৫৯ মিনিটের মধ্যে হোম অটো লোন পেয়ে যাবেন গ্রাহকরা ৷ এই স্কিমে লাভবান হতে চলেছেন সাধারণ মানুষ ৷