TRENDING:

দাঁড়ান! ১৮ জানুয়ারি, শনিবার ব্যাঙ্ক বন্ধ না খোলা? জেনে যাচ্ছেন তো...? নয়তো বেকার হয়রানি!

Last Updated:
অনেক কর্মজীবী মানুষ তাঁদের ব্যাঙ্কের কাজগুলো শনিবারের জন্য রেখে দেন, তাই ব্যাঙ্কে যাওয়ার আগে নিশ্চিত হওয়া উচিত যে শনিবারটি কর্মদিবস কি না। ১৮ জানুয়ারি ২০২৫, শনিবার ব্যাংক খোলা নাকি বন্ধ থাকবে? জেনে নিন।
advertisement
1/12
১৮ জানুয়ারি, শনিবার ব্যাঙ্ক বন্ধ না খোলা? জেনে যাচ্ছেন তো...? নয়তো বেকার হয়রানি!
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) নির্দেশ দেয় যে, ব্যাঙ্কগুলি প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং সমস্ত রবিবার বন্ধ থাকে। সাধারণত, প্রথম, তৃতীয় এবং পঞ্চম শনিবার, যদি থাকে, সেগুলোতে ব্যাঙ্ক খোলা থাকে। অনেক কর্মজীবী মানুষ তাদের ব্যাঙ্ক সম্পর্কিত কাজগুলো শনিবারের জন্য রেখে দেন, তাই ব্যাঙ্কে যাওয়ার আগে জেনে নিন, এই শনিবারটি কর্মদিবস কি না।
advertisement
2/12
কোনও না কোনও কাজে সবাইকেই ব্যাঙ্কে যেতেই হয়। কেউ ব্যবসার সূত্রে বা অন্য কোনও কাজে প্রতিদিনই যান। আবার কেউ মাঝেসাঝে, টাকা তুলতে। তাই সকলের জন্যই এই খবর জরুরি। ব্যাঙ্ক খোলা এবং বন্ধের সময় বদলে যেতে চলেছে। প্রতিটি ব্যাঙ্কের নির্দিষ্ট সময়সূচি রয়েছে। সেই অনুযায়ী ব্যাঙ্ক খোলে। এবং বন্ধ হয়। কাজের সময়ও নির্ধারিত হয় সেই মতো। বিভিন্ন ব্যাঙ্ক আলাদা আলাদা সময়সূচি থাকায় সমস্যায় পড়েন গ্রাহকরা। তাঁদের এত কিছু মাথায় থাকে না।
advertisement
3/12
১৮ জানুয়ারি ২০২৫, শনিবার ব্যাঙ্ক খোলা নাকি বন্ধ থাকবে? অনেকেই জানেন না। দেশে কোথায় কোন ব্যাঙ্ক বন্ধ বা খোলা জেনে নিন এই প্রতিবেদনে।
advertisement
4/12
এই শনিবার, ১৮ জানুয়ারি, মাসের তৃতীয় শনিবার হওয়ায় ব্যাঙ্ক স্বাভাবিকভাবে চালু থাকবে। আরবিআই-এর ছুটির তালিকায় অন্য কিছু উল্লেখ না থাকলে, সাধারণত প্রথম, তৃতীয় এবং পঞ্চম শনিবার ব্যাঙ্ক খোলা থাকে।
advertisement
5/12
ব্যাঙ্কগুলি জাতীয় ছুটিতে যেমন ২ অক্টোবর (গান্ধী জয়ন্তী), ১৫ আগস্ট (স্বাধীনতা দিবস), এবং ২৬ জানুয়ারি (গণতন্ত্র দিবস) বন্ধ থাকে। এছাড়া প্রতিটি রাজ্যের নিজস্ব আঞ্চলিক ছুটি রয়েছে, যেমন মহারাষ্ট্র দিবস, বিহার দিবস, এবং কর্ণাটক রাজোৎসব।
advertisement
6/12
**জানুয়ারি ২০২৫-এর ব্যাঙ্ক ছুটি** সাপ্তাহিক ছুটির বাইরে, জানুয়ারি ২০২৫-এ আরও একটি আনুষ্ঠানিক ব্যাঙ্ক ছুটি রয়েছে। পৌরসভা স্থানীয় সংস্থার সাধারণ নির্বাচন এবং নেতাজি সুভাষচন্দ্র বসু/বীর সুরেন্দ্রসাই জয়ন্তীর কারণে ২৩ জানুয়ারি, বৃহস্পতিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে আপনি যে রাজ্যে অবস্থান করছেন তার উপরও এটি নির্ভর করে।
advertisement
7/12
জানুয়ারি ২০২৫-এ রাজ্যভিত্তিক ব্যাঙ্ক ছুটির সম্পূর্ণ তালিকা: - **১ জানুয়ারি ২০২৫ (বুধবার):** নতুন বছরের দিন/লোসঙ/নামসঙ (আইজল, চেন্নাই, গ্যাংটক, ইম্ফল, ইটানগর, কোহিমা, কলকাতা এবং শিলং)। - **২ জানুয়ারি ২০২৫ (বৃহস্পতিবার):** লোসঙ/নামসঙ/নতুন বছরের উদযাপন (আইজল এবং গ্যাংটক)। - **৫ জানুয়ারি ২০২৫ (রবিবার):** সারা ভারতে বন্ধ।
advertisement
8/12
- **৬ জানুয়ারি ২০২৫ (সোমবার):** শ্রী গুরু গোবিন্দ সিংহের জন্মদিন (চণ্ডীগড়)। - **১১ জানুয়ারি ২০২৫ (শনিবার):** মিশনারি ডে/ইমইনু ইরতপা/দ্বিতীয় শনিবার (ইম্ফল এবং আইজল)। - **১২ জানুয়ারি ২০২৫ (রবিবার):** সারা ভারতে বন্ধ।
advertisement
9/12
[caption id="attachment_2022546" align="alignnone" width="999"] - **১৪ জানুয়ারি ২০২৫ (মঙ্গলবার):** মকর সংক্রান্তি/উত্তরায়ণ পুন্যকাল/পোঙ্গল/মাঘ সংক্রান্তি/মাঘ বিহু/হজরত আলির জন্মদিন (আহমেদাবাদ, চেন্নাই, গ্যাংটক, গৌহাটি, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, হায়দরাবাদ, ইটানগর, কানপুর এবং লখনউ)। - **১৫ জানুয়ারি ২০২৫ (বুধবার):** তিরুবল্লুভার ডে (চেন্নাই)। - **১৬ জানুয়ারি ২০২৫ (বৃহস্পতিবার):** উজাভার তিরুনাল (চেন্নাই)।</dd> <dd>[/caption]
advertisement
10/12
- **১৯ জানুয়ারি ২০২৫ (রবিবার):** সারা ভারতে বন্ধ। - **২৩ জানুয়ারি ২০২৫ (বৃহস্পতিবার):** নেতাজি সুভাষচন্দ্র বসু/বীর সুরেন্দ্রসাই জয়ন্তী (আগরতলা, ভুবনেশ্বর, কলকাতা)। - **২৫ জানুয়ারি ২০২৫ (শনিবার):** চতুর্থ শনিবার (সারা ভারতে বন্ধ)। - **২৬ জানুয়ারি ২০২৫ (রবিবার):** রবিবার/গণতন্ত্র দিবস (সারা ভারতে বন্ধ)।
advertisement
11/12
ব্যাঙ্কে যাওয়ার দরকার হলে আগে ব্যাঙ্ক ক’টায় খোলে তার খোঁজখবর নিতে হত। আবার ব্যাঙ্ক বন্ধের সময়েও একই সমস্যা। যেতে একটু দেরি হলেও আর কাজ হত না। কিন্তু অন্য ব্যাঙ্ক তখনও খোলা। গোটা বিষয়টাই বিভ্রান্তিকর হয়ে উঠছিল। এই সমস্যা মেটাতেই একই সময় ব্যাঙ্ক খোলা এবং বন্ধের নিয়ম চালু করা হয়েছে।
advertisement
12/12
নতুন বছর ব্যাঙ্ক চালু এবং বন্ধের নতুন নিয়ম! এর ফলে গ্রাহকদের সুবিধা হল। এখন আর আলাদা আলাদা ব্যাঙ্কের সময়সূচি অনুযায়ী পরিকল্পনা করে ব্যাঙ্কে যেতে হবে না। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৪টের মধ্যে যে কোনও সময় গেলেই হবে। সব কাজও করা যাবে। ফলে স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির এই সিদ্ধান্তে খুশি গ্রাহকরা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
দাঁড়ান! ১৮ জানুয়ারি, শনিবার ব্যাঙ্ক বন্ধ না খোলা? জেনে যাচ্ছেন তো...? নয়তো বেকার হয়রানি!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল