Bank of Baroda Q3 Results: ৪,৮৩৭ কোটি টাকার নিট মুনাফা, বাড়ল NII-ও, প্রকাশ্যে ব্যাঙ্ক অফ বরোদার তৃতীয় ত্রৈমাসিকের পরিসংখ্যান
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Bank of Baroda Q3 results: ২০২৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া ত্রৈমাসিকে ৪,৮৩৭ কোটি টাকার নিট মুনাফা করল ব্যাঙ্ক অফ বরোদা। বৃহস্পতিবার ব্যাঙ্কের তরফে আয়-ব্যয়ের হিসেব প্রকাশ করা হয়েছে। সেখান থেকেই জানা গিয়েছে এই তথ্য।
advertisement
1/8

২০২৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া ত্রৈমাসিকে ৪,৮৩৭ কোটি টাকার নিট মুনাফা করল ব্যাঙ্ক অফ বরোদা। বৃহস্পতিবার ব্যাঙ্কের তরফে আয়-ব্যয়ের হিসেব প্রকাশ করা হয়েছে। সেখান থেকেই জানা গিয়েছে এই তথ্য।
advertisement
2/8
তার আগের বছর অর্থাৎ ২০২৩ সালের অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে ৪,৫৭৯ কোটি টাকার নিট মুনাফা করেছিল ব্যাঙ্ক অফ বরোদা। সেই হিসেবে ২০২৪-২৫ সালের তৃতীয় ত্রৈমাসিকে নিট মুনাফা ৫.৬ শতাংশ বেশি হয়েছে।
advertisement
3/8
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, মোট আয়ও গত বছরের তুলনায় বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে তাদের মোট আয় বেড়ে হয়েছে ৩৪,৬৭৬ কোটি টাকা। আগের বছর এই সময় ব্যাঙ্কের মোট আয় ছিল ৩১,৪১৬ কোটি টাকা। স্টক এক্সচেঞ্জের নথিতে এই তথ্য জমা দিয়েছে ব্যাঙ্ক।
advertisement
4/8
সুদ থেকে আয়ও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ব্যাঙ্ক অফ বরোদা জানিয়েছে, তৃতীয় ত্রৈমাসিকে সুদ থেকে আয় বেড়ে ৩০,৯০৮ কোটি টাকা হয়েছে। যা গত অর্থবর্ষের এই সময়ে ২৮,৬০৫ কোটি টাকা ছিল। নেট ইন্টারেস্ট ইনকামও বৃদ্ধি পেয়েছে। ব্যাঙ্কের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী,তৃতীয় ত্রৈমাসিকে নেট ইন্টারেস্ট ইনকাম ২.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১,৪১৭ কোটি টাকা হয়েছে। যা আগের বছরের একই ত্রৈমাসিকে ১১,১০১ কোটি টাকা ছিল।
advertisement
5/8
তবে ধারাবাহিক ভিত্তিতে ব্যাঙ্ক অব বরোদার মুনাফা আগের ত্রৈমাসিকের ৫,২৩৮ কোটি টাকা থেকে ৭.৬ শতাংশ কমে ৪,৮৩৭ কোটি টাকা হয়েছে। আবার অপারেটিং মুনাফা আগের বছরের থেকে বেড়েছে। ৭,০১৫ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৭,৬৬৪ কোটি টাকা। সামগ্রিকভাবে যা আশাপ্রদ বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা।
advertisement
6/8
তৃতীয় ত্রৈমাসিকে গ্লোবাল অ্যাডভান্সেস ১১.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা মূলত খুচরো ঋণ বৃদ্ধির ফল। জৈব খুচরো ঋণ ১৯.৫ শতাংশ ঋদ্ধি পেয়েছে। এছাড়া অটো লোন ২১.১ শতাংশ, হোম লোন ১৬.৬ শতাংশ,মটগেজ লোন ১৬.৩ শতাংশ এবং এডুকেশন লোন ১৬.৯ শতাংশ বেড়েছে।
advertisement
7/8
কর ছাড়া মোট সংরক্ষণ ডিসেম্বর ত্রৈমাসিকে ১,০৮২ কোটি হয়েছে, যেখানে আগের বছর ছিল ৬৬৬ কোটি টাকা। ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও আগের বছরের ১৫.৯৬ শতাংশ থেকে কমে ১৪.৭২ শতাংশ হয়েছে।
advertisement
8/8
গ্রস নন পারফর্মিং অ্যাসেট কমেছে। তৃতীয় ত্রৈমাসিকের হিসেব অনুযায়ী তা ২.৪৩ শতাংশ কমেছে। যা ২০২৩ সালের ডিসেম্বরে ৩.০৮ শতাংশ ছিল। একইভাবে নেট এনপিএ ০.৭০ শতাংশ থেকে কমে ০.৫৯ শতাংশে নেমে এসেছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Bank of Baroda Q3 Results: ৪,৮৩৭ কোটি টাকার নিট মুনাফা, বাড়ল NII-ও, প্রকাশ্যে ব্যাঙ্ক অফ বরোদার তৃতীয় ত্রৈমাসিকের পরিসংখ্যান