Bank holidays in November 2023: নভেম্বরে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৫ দিন! কালীপুজোর মাসে ব্যাঙ্ক কবে কবে খোলা থাকবে জানুন
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Bank holidays in November 2023: এমন পরিস্থিতিতে আপনি যদি নভেম্বর মাসে ব্যাঙ্কের কাজে ব্যাঙ্কে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে অবশ্যই ছুটির তালিকায় চোখ রাখা উচিত
advertisement
1/7

অক্টোবর মাস শেষ হতে আর বাকি হাতে গোনা কয়েকটা দিন। এমন পরিস্থিতিতে আপনি যদি নভেম্বর মাসে ব্যাঙ্কের কাজে ব্যাঙ্কে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে অবশ্যই ছুটির তালিকায় চোখ রাখা উচিত।
advertisement
2/7
নভেম্বর মাসে দীপাবলি সহ গুরু নানক জয়ন্তীর মতো উৎসবের একাধিক ছুটি রয়েছে। এ বার দীপাবলি ও ছট পুজো পড়েছে রবিবারে। এ কারণে উৎসবের সময় খুব একটা ছুটি পাচ্ছেন না ব্যাঙ্ক কর্মীরা।
advertisement
3/7
১ নভেম্বর- কন্নড় রাজ্যোৎসব, ৫ নভেম্বর - রবিবার, ১০ নভেম্বর- মেঘালয়ের ওয়ানগালা মহোৎসবের, ১১ নভেম্বর - দ্বিতীয় শনিবার, ১২ নভেম্বর - রবিবার (দীপাবলি) , ১৩ এবং ১৪ নভেম্বর- দিপাবলির জন্য কিছু রাজ্যে ছুটি।
advertisement
4/7
১৫ নভেম্বর- ভাইফোঁটা, ১৯ নভেম্বর - রবিবার (ছট উৎসব), ২০ নভেম্বর- ছট পুজো, ২৩ নভেম্বর- উৎসবের কারণ দেশের কিছু অংশে ব্যাঙ্কে ছুটি, ২৫ নভেম্বর - চতুর্থ শনিবার , ২৬ নভেম্বর- রবিবার, ২৭ নভেম্বর - গুরু নানক জয়ন্তী , ৩০ নভেম্বর- কনকদাস জয়ন্তীর
advertisement
5/7
অর্থাৎ নভেম্বরে মোট ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে এই সবদিন গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে এমনটা কিন্তু নয়। স্থানীয় উৎসবের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাঙ্কে ছুটি দেওয়া হয়ে থাকে।
advertisement
6/7
প্রত্যেকটি ব্যাঙ্কের নিজস্ব অনলাইন অ্যাপ রয়েছে। এগুলি থেকে টাকা পাঠানো, ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটাস দেখা-সহ আরও অনেক কিছু করা যায়।
advertisement
7/7
পাশাপাশি এই সময়ে এটিএমগুলি চালু থাকবে। ফলে টাকা তোলা কিংবা ব্যাঙ্কের এটিএম সংক্রান্ত কোনও কাজ থাকলে এটিএম থেকে করতে পারবেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Bank holidays in November 2023: নভেম্বরে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৫ দিন! কালীপুজোর মাসে ব্যাঙ্ক কবে কবে খোলা থাকবে জানুন