Bank Holidays: জেনে নিন আপনার শহরে ব্যাঙ্ক কবে খোলা, আর কবে কবে বন্ধ থাকবে ?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Bank Holiday List: ব্যাঙ্কে যদি যেতেই হয়, প্রথমেই দেখে নেওয়া দরকার নিজেদের শহরে ব্যাঙ্ক খোলা আছে কি না।
advertisement
1/7

আজকাল বেশিরভাগ ব্যাঙ্কের কাজই অনলাইনে করা যায় ৷ বাড়িতে বসে সহজেই কয়েক মিনিটে ব্যাঙ্ক পরিষেবার সুবিধা পাওয়া যায় ৷ যদি কাউকে ব্যাঙ্কে যেতেই হয়, প্রথমেই দেখে নেওয়া দরকার নিজেদের শহরে ব্যাঙ্ক খোলা আছে কি না।
advertisement
2/7
RBI ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে ব্যাঙ্ক ছুটির তালিকা দেখতে পাওয়া যাবে। এখানে আমরা ব্যাঙ্ক ছুটির সঙ্গে সম্পর্কিত সাম্প্রতিক তথ্য দিতে যাচ্ছি।
advertisement
3/7
চলতি সপ্তাহেও বেশ কয়েকদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। কিছু রাজ্যে, ৮ ও ৯ জুলাই (সোম ও মঙ্গলবার) ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। এছাড়া সাপ্তাহিক ছুটির অংশ হিসেবে ১৩ ও ১৪ জুলাই (শনিবার ও রবিবার) ব্যাঙ্কগুলো বন্ধ থাকবে। এই সাত দিনের মধ্যে চারদিন ব্যাঙ্কে কোনও কাজ করা যাবে না।
advertisement
4/7
এক নজরে দেখে নেওয়া যাক, জুলাই মাসে কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে -
advertisement
5/7
-৮ জুলাই ২০২৪ - রথযাত্রা উপলক্ষে ইম্ফলে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।-৯ জুলাই ২০২৪ - দ্রুকপা সে-জি (Drukpa Tshe-zi) উপলক্ষে গ্যাংটকে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। -১৩ জুলাই ২০২৪ - মাসের দ্বিতীয় শনিবারের কারণে সারা দেশে ব্যাঙ্কগুলির ছুটি থাকবে।
advertisement
6/7
-১৪ জুলাই ২০২৪ - রবিবারের কারণে সারা দেশে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।-১৬ জুলাই ২০২৪ - হরেলা উপলক্ষে দেহরাদুনে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। -১৭ জুলাই ২০২৪ - মহরম উপলক্ষে দেশের অনেক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
advertisement
7/7
-২১ জুলাই ২০২৪ - রবিবারের কারণে সারা দেশে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।-২৭ জুলাই ২০২৪ - মাসের চতুর্থ শনিবারের কারণে, সারা দেশে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে। -২৮ জুলাই ২০২৪ - রবিবারের কারণে সারা দেশে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Bank Holidays: জেনে নিন আপনার শহরে ব্যাঙ্ক কবে খোলা, আর কবে কবে বন্ধ থাকবে ?