Bank Holiday: রাত পোহালেই অক্ষয় তৃতীয়া, আগামিকাল ব্যাঙ্ক কি বন্ধ থাকবে? দেখে নিন RBI-এর ছুটির তালিকা
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Bank Holiday: চলতি মাসে কোন রাজ্যে কবে ছুটি, সেই সংক্রান্ত বিষয়ে আরবিআই-এর তালিকা ৷
advertisement
1/11

আগামী ১০ মে অর্থাৎ শুক্রবার সারা দেশ জুড়ে পালিত হবে অক্ষয় তৃতীয়া। তবে সকলের মনেই প্রশ্ন জাগছে যে, এই পবিত্র উৎসবের দিনে ব্যাঙ্কগুলি খোলা থাকবে কি না? তাহলে এর উত্তরটা সবিস্তারেই জানানো যাক।
advertisement
2/11
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) যে ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ্যে এনেছে, তাতে দেখা যাচ্ছে যে, আগামী ১০ মে, ২০২৪ তারিখে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে ব্যাঙ্ক খোলাই থাকবে। তবে শুধুমাত্র একটা রাজ্যেই ওই দিন ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে।
advertisement
3/11
১০ মে:আরবিআই-এর ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১০ মে, ২০২৪ তারিখ অর্থাৎ শুক্রবার উদযাপিত হবে অক্ষয় তৃতীয়া/ বাসব জয়ন্তী। ফলে এই উৎসব উপলক্ষে বেঙ্গালুরুতে বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক।
advertisement
4/11
-১১ মে:১১ মে হল আবার মাসের দ্বিতীয় শনিবার। আর সেই কারণে সারা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে। -১২ মে: ১২ মে রবিবার, সেই কারণে সমস্ত ব্যাঙ্কই বন্ধ থাকবে।
advertisement
5/11
-১৬ মে:১৬ মে স্টেট ডে উদযাপিত হবে। সেই উপলক্ষে গ্যাংটকের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। - ১৯ মে: রবিবার হওয়ার কারণে দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
advertisement
6/11
২০ মে:আগামী ২০ মে লোকসভা সাধারণ নির্বাচনের কারণে বেলাপুর এবং মুম্বইয়ের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
advertisement
7/11
২৩ মে:বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগরতলা, আইজল, বেলাপুর, ভোপাল, চণ্ডীগড়, দেহরাদুন, ইটানগর, জম্মু, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, শিমলা এবং শ্রীনগরের মতো রাজ্যগুলিতে বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক।
advertisement
8/11
চলতি মাসে কোন রাজ্যে কবে ছুটি, সেই সংক্রান্ত বিষয়ে আরবিআই-এর তালিকা:
advertisement
9/11
-আগরতলা: ২৩ মে এবং ২৫ মে আহমেদাবাদ: ৭ মে আইজল: ২৩ মে ইম্ফল: ১ মে ইটানগর: ২৩ মে কানপুর: ২৩ মে কোচি: ১ মে কলকাতা: ১ মে, ৮ মে এবং ২৩ মে গ্যাংটক: ১৬ মে গুয়াহাটি: ১ মে চণ্ডীগড়: ২৩ মে চেন্নাই: ১ মে
advertisement
10/11
জম্মু: ২৩ মেতিরুঅনন্তপুরম: ১ মে দেহরাদুন: ২৩ মে নয়াদিল্লি: ২৩ মে নাগপুর: ১ মে এবং ২৩ মে পটনা: ১ মে পানাজি: ১ মে এবং ৭ মে বেঙ্গালুরু: ১ মে এবং ১০ মে বেলাপুর: ১ মে, ২০ মে এবং ২৩ মে ভোপাল: ২৩ মে মুম্বই: ১ মে, ২০ মে এবং ২৩ মে রাঁচি: ২৩ মে রায়পুর: ২৩ মে লখনউ: ২৩ মে শ্রীনগর: ২৩ মে শিমলা: ২৩ মে হায়দরাবাদ - অন্ধ্রপ্রদেশ: ১ মে হায়দরাবাদ - তেলঙ্গানা: ১ মে
advertisement
11/11
মে মাসের ছুটির দিন:১ মে: মহারাষ্ট্র দিবস, মে দিবস ৭ মে: লোকসভা সাধারণ নির্বাচন ২০২৪ ৮ মে: রবীন্দ্রনাথ ঠাকুর জয়ন্তী ১০ মে: বাসব জয়ন্তী/ অক্ষয় তৃতীয়া ১৬ মে: রাজ্য দিবস ২০ মে: লোকসভা সাধারণ নির্বাচন ২০২৪ ২৩ মে: বুদ্ধ পূর্ণিমা ২৫ মে: নজরুল জয়ন্তী
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Bank Holiday: রাত পোহালেই অক্ষয় তৃতীয়া, আগামিকাল ব্যাঙ্ক কি বন্ধ থাকবে? দেখে নিন RBI-এর ছুটির তালিকা