Bank Holiday: বড় খবর! অগাস্টে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৪ দিন, সময় বুঝে তারপরেই ব্যাঙ্কে যান
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Bank Holiday: অগাস্ট মাসে ১৪ দিনের জন্য সমস্ত সরকারি এবং বেসরকারি খাতের ব্যাঙ্ক বন্ধ থাকবে
advertisement
1/7

নিউ দিল্লি: অগাস্ট মাসে ১৪ দিনের জন্য সমস্ত সরকারি এবং বেসরকারি খাতের ব্যাঙ্ক বন্ধ থাকবে। ফলে ব্যাঙ্ক সংক্রান্ত কোনও কাজ থাকলে সময় বুঝে মিটিয়ে নিন।
advertisement
2/7
এই ১৪ দিনের ছুটির মধ্যে রবিবার এবং শনিবারের ছুটিগুলিও থাকছে। এপ্রিলে রবি এবং শনিবারের জন্য মোট ৬টি ছুটি রয়েছে।
advertisement
3/7
৬ অগাস্ট - রবিবার, ৮ অগাস্ট- টেন্ডং লো রাম ফাট , ১২ অগাস্ট- দ্বিতীয় শনিবার , ১৩ অগাস্ট - রবিবার। ১৫ অগাস্ট - স্বাধীনতা দিবস , ১৬ অগাস্ট - পারসি নববর্ষ, ১৮ অগাস্ট - শ্রীমন্ত শঙ্করদেবের তারিখ ।
advertisement
4/7
২০ অগাস্ট - রবিবার, ২৬ আগস্ট- চতুর্থ শনিবার, ২৭ অগাস্ট - রবিবার, ২৮ আগস্ট - প্রথম ওনাম। ২৯ অগাস্ট - থিরুভনাম, ৩০ অগাস্ট- রাখি, ৩১- রক্ষা বন্ধন / শ্রী নারায়ণ গুরু জয়ন্তী।
advertisement
5/7
তবে এই ছুটি নির্দিষ্ট কোনও অংশে থাকবে না। দেশের বিভিন্ন প্রান্তে স্থানীয় উৎসবকে প্রাধান্য দিয়েই সেখানকার ব্রাঞ্চগুলিতে ছুটি থাকবে।
advertisement
6/7
ফলে কলকাতায় যে এই ১৪ দিন ছুটি থাকবে তা নয়। শনি এবং রবিবার বাদ দিয়ে বাকি দিনগুলি স্থানীয় উৎসবের নির্ভর করে ছুটি ঘোষণা হবে।
advertisement
7/7
তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও এটিএম কিংবা অনলাইনে ব্যাঙ্কিং পরিষেবার মতো সুবিধাগুলি চালু থাকবে। UPI, মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মতো ডিজিটাল পরিষেবাগুলি চালু থাকবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Bank Holiday: বড় খবর! অগাস্টে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৪ দিন, সময় বুঝে তারপরেই ব্যাঙ্কে যান