FD Interest Rates: ৬ মাস থেকে ১ বছর মেয়াদি FD-তে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে এই ২৪ ব্যাঙ্ক, রইল তালিকা
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Fixed Deposit Interest Rates: ২০২৪ সালে যে সব ব্যাঙ্ক স্বল্পমেয়াদি ফিক্সড ডিপোজিটে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে, তার তালিকা রইল এখানে।
advertisement
1/10

ফিক্সড ডিপোজিট সবচেয়ে নিরাপদ বিনিয়োগ মাধ্যম। বিনিয়োগ নিয়ে চিন্তা করতে হয় না, নিশ্চিত রিটার্ন মেলে। এফডি বাজারের সঙ্গে যুক্ত নয়, ফলে কোনও ঝুঁকিও নেই। দীর্ঘমেয়াদ এবং স্বল্পমেয়াদে ফিক্সড ডিপোজিট করা যায়। লিকুইডিটির জন্য অনেক বিনিয়োগকারী স্বল্পমেয়াদি ফিক্সড ডিপোজিটই পছন্দ করেন।
advertisement
2/10
স্বল্পমেয়াদি ফিক্সড ডিপোজিটের সুবিধা: স্বল্প মেয়াদ বলতে সাধারণত ৬ মাস থেকে ১ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটই বোঝায়। এর বেশ কিছু সুবিধা রয়েছে। দীর্ঘমেয়াদি ফিক্সড ডিপোজিটে পুরো টাকা পাঁচ বছর বা দশ বছরের জন্য লক ইন পিরিয়ডে থাকে।
advertisement
3/10
অর্থাৎ টাকায় আর হাত দেওয়া যাবে না। স্বল্প মেয়াদে সেই ঝামেলা নেই। বিনিয়োগকারী তুলনামূলকভাবে দ্রুত টাকা তুলতে পারেন। প রিকল্পিত ব্যয় বা জরুরী অবস্থার জন্য যাদের তহবিলে অ্যাক্সেসের প্রয়োজন হতে পারে, তাঁদের জন্য স্বল্পমেয়াদি এফডি সুবিধাজনক।
advertisement
4/10
স্বল্পমেয়াদি ফিক্সড ডিপোজিটে নির্দিষ্ট হারে রিটার্ন পাওয়া যায়। বিনিয়োগের সময়ই সুদের হার ঠিক হয়ে যায়। ফলে কত রিটার্ন মিলবে, বিনিয়োগকারী সেটা শুরুতেই বুঝে যান। অনিশ্চিত অর্থনৈতিক সময় ও অপ্রত্যাশিত বাজার পরিস্থিতিতে যাঁরা বিনিয়োগ পোর্টফোলিওতে সামঞ্জস্য রাখতে চান, তাঁদের জন্য উপকারি।
advertisement
5/10
স্বল্পমেয়াদি ফিক্সড ডিপোজিটে সহজে বিনিয়োগ করা যায়। অ্যাকাউন্ট খোলার জন্য যৎসামান্য নথিপত্রের প্রয়োজন। কেউ চাইলে অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই স্বল্পমেয়াদি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারেন। ফলে অভিজ্ঞ বিনিয়োগকারী তো বটেই, বিনিয়োগের দুনিয়ায় যাঁরা নতুন, তাঁদেরও আকর্ষণীয় মনে হয়।
advertisement
6/10
স্বল্পমেয়াদি ফিক্সড ডিপোজিটে ট্যাক্স সুবিধা পাওয়া যায়। বিশেষ করে যাঁরা নিম্ন ট্যাক্স স্ল্যাবের আওতায় পড়েন, তাঁদের জন্য লাভজনক। স্বল্পমেয়াদি ফিক্সড ডিপোজিটে প্রাপ্ত সুদ বিনিয়োগকারীর আয় হিসেবে ধরা হয় এবং সেই অনুযায়ী কর দিতে হয়। এক্ষেত্রে বিনিয়োগকারীরা ট্যাক্স সেভিংস এফডি-তে বিনিয়োগ করতে পারেন। ২০২৪ সালে যে সব ব্যাঙ্ক স্বল্পমেয়াদি ফিক্সড ডিপোজিটে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে, তার তালিকা রইল এখানে।
advertisement
7/10
-ব্যাঙ্ক অফ বরোদা: ৫.৬০ শতাংশ থেকে ৭.১০ শতাংশ-ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: ৫.৫ শতাংশ থেকে ৫.৭৫ শতাংশ -ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র: ৫.১০ শতাংশ থেকে ৬ শতাংশ -কানাড়া ব্যাঙ্ক: ৬.১৫ শতাংশ থেকে ৬.২৫ শতাংশ -সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: ৬.০ শতাংশ থেকে ৬.২৫ শতাংশ -ইন্ডিয়ান ব্যাঙ্ক: ৩.৮৫ শতাংশ থেকে ৭.০৫ শতাংশ
advertisement
8/10
-ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক: ৫.৭৫ শতাংশ-পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক: ৫.২৫ শতাংশ থেকে ৭.১০ শতাংশ -পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক: ৬ শতাংশ থেকে ৭.০৫ শতাংশ -স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: ৫.৭৫ শতাংশ থেকে ৬ শতাংশ -ইউকো ব্যাঙ্ক: ৫ শতাংশ থেকে ৫.৫০ শতাংশ -ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: ৪.৯০ শতাংশ থেকে ৫.৭৫ শতাংশ
advertisement
9/10
-অ্যাক্সিস ব্যাঙ্ক লিমিটেড: ৫.৭৫ শতাংশ থেকে ৬ শতাংশ-বন্ধন ব্যাঙ্ক লিমিটেড: ৪.৫০ শতাংশ -সিটি ইউনিয়ন ব্যাঙ্ক লিমিটেড: ৬ শতাংশ থেকে ৬.৫ শতাংশ -ফেডারেল ব্যাঙ্ক লিমিটেড: ৫ শতাংশ থেকে ৬ শতাংশ -এইচডিএফসি ব্যাঙ্ক লিমিটেড: ৪.৫ শতাংশ থেকে ৬ শতাংশ -আইসিআইসিআই ব্যাঙ্ক লিমিটেড: ৪.৭৫ শতাংশ থেকে ৬ শতাংশ -আইডিবিআই ব্যাঙ্ক লিমিটেড: ৫.২৫ শতাংশ থেকে ৭.০৫ শতাংশ
advertisement
10/10
-ইন্ডাসইন্ড ব্যাঙ্ক লিমিটেড: ৫ শতাংশ থেকে ৬.৫০ শতাংশ-আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক লিমিটেড: ৪.৫ শতাংশ থেকে ৫.৭৫ শতাংশ -কর্নাটক ব্যাঙ্ক লিমিটেড: ৬.০ শতাংশ থেকে ৬.৫ শতাংশ -কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক লিমিটেড: ৬ শতাংশ থেকে ৭ শতাংশ -ইয়েস ব্যাঙ্ক লিমিটেড: ৫ শতাংশ থেকে ৬.৩৫ শতাংশ
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
FD Interest Rates: ৬ মাস থেকে ১ বছর মেয়াদি FD-তে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে এই ২৪ ব্যাঙ্ক, রইল তালিকা