TRENDING:

Bandhan Bank FD Rates: ফিক্সড ডিপোজিটে ৮.৫০ শতাংশ হারে সুদ দিচ্ছে বন্ধন ব্যাঙ্ক, দেখে নিন মেয়াদ ও অন্যান্য সুবিধা

Last Updated:
Bandhan Bank offers up to 8.50% interest rates on FD: পাশাপাশি সেভিংস অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকা ব্যালেন্স থাকলে ৭ শতাংশ হারে সুদ দেওয়া হবে বলেও জানিয়েছে বন্ধন ব্যাঙ্ক।
advertisement
1/6
ফিক্সড ডিপোজিটে ৮.৫০ শতাংশ হারে সুদ দিচ্ছে বন্ধন ব্যাঙ্ক, জেনে নিন বিশদে
এক বছর ৯ মাস মেয়াদের নতুন ফিক্সড ডিপোজিট স্কিম চালু করল বন্ধন ব্যাঙ্ক। এই স্কিমে সাধারণ গ্রাহকরা ৮ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৮.৫ শতাংশ হারে সুদ পাবেন। পাশাপাশি সেভিংস অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকার উপরব্যালেন্স থাকলে ৭ শতাংশ হারে সুদ দেওয়া হবে বলেও জানিয়েছে বন্ধন ব্যাঙ্ক।
advertisement
2/6
এক বছর ৯ মাস থেকে পাঁচ বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিট স্কিমেও সুদের হার পরিবর্তন করা হয়েছে। এই মেয়াদে সাধারণ গ্রাহকদের ৭.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৭.৭৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে বলে ঘোষণা করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
advertisement
3/6
বন্ধন ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট স্কিমে সুদের হার:৭ দিন থেকে ১৪ দিন এবং ১৫ দিন থেকে ৩০ দিন মেয়াদি ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকরা ৩ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৩.৭৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। ৩১ দিন থেকে ২ মাসের কম মেয়াদি ফিক্সড ডিপোজিট স্কিমে সাধারণ গ্রাহক এবং প্রবীন নাগরিকদের সুদের হার যথাক্রমে ৩.৫০ শতাংশ এবং ৪.২৫ শতাংশ।
advertisement
4/6
২ মাস থেকে ৩ মাসের কম, ৩ মাস থেকে ৬ মাসের কম এবং ৬ মাস থেকে ১ বছরের কম মেয়াদি ফিক্সড ডিপোজিট স্কিমে সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে সুদের হার ৪.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৫.২৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। এক বছর থেকে এক বছর ৯ মাসের কম মেয়াদি ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহক এবং প্রবীণ নাগরিকদের সুদের হার যথাক্রমে ৭.২৫ শতাংশ এবং ৭.৭৫ শতাংশ।
advertisement
5/6
এক বছর ৯ মাস মেয়াদি ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকদের ৮ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। প্রবীন নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৮.৫০ শতাংশ। ১ বছর ৯ মাস ১ দিন থেকে ২ বছরের কম, ২ বছর থেকে ৩ বছরের কম এবং ৩ বছর থেকে ৫ বছরের কম মেয়াদি ফিক্সড ডিপোজিটে সুদের হার সাধারণ গ্রাহকদের জন্য ৭.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৭৫ শতাংশ। পাঁচ বছর থেকে দশ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিট স্কিমে সাধারণ গ্রাহকদের ৫.৮৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।
advertisement
6/6
প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৬.৬০ শতাংশ। নয়া মেয়াদের ফিক্সড ডিপোজিট স্কিম সম্পর্কে বন্ধন ব্যাঙ্কের ইডি এবং সিবিও রাজিন্দর বব্বর বলেন, “বাজার পরিস্থিতির বদলের সঙ্গে তাল মিলিয়ে গ্রাহকদের জন্য নতুন ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে বন্ধন ব্যাঙ্ক। ভাল রিটার্নের জন্যই এই স্কিম ডিজাইন করা হয়েছে। গ্রাহকের চাহিদা বুঝে সেই অনুযায়ী পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য।’’
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Bandhan Bank FD Rates: ফিক্সড ডিপোজিটে ৮.৫০ শতাংশ হারে সুদ দিচ্ছে বন্ধন ব্যাঙ্ক, দেখে নিন মেয়াদ ও অন্যান্য সুবিধা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল