আজারবাইজানে ভারতের '১ টাকার' দাম কত বলুন তো...? শুনলেই চমকে যাবেন!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Azerbaijan: প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকেই জানতে চাইছেন ভারতীয় মুদ্রা ও পাকিস্তানের বন্ধু দেশটির মুদ্রার মধ্যে কোনটির গুরুত্ব কত? আজারবাইজানে বেড়ানো কী আদৌ সস্তা? দুই দেশের মধ্যে আদতে কোন দেশের মুদ্রা বেশি শক্তিশালী?
advertisement
1/11

পাক বন্ধু আজারবাইজানকে বয়কটের ডাক এখন ভারত জুড়ে! ভারত এবং পাকিস্তানের মধ্যেসংঘাত আবহে চিন, তুরস্কের পরেই যে দেশটির নাম উঠে এসেছে লাইমলাইটে সেই দেশ হল 'আজারবাইজান'। Representative Image
advertisement
2/11
যখন বিশ্বের বিভিন্ন দেশ জঙ্গি হামলার নিন্দা করছে, তখনই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল দুই দেশ- তুরস্ক এবং আজারবাইজান। একদিকে ভারতের কাছ থেকে সবরকম সাহায্য নেওয়া সত্বেও পাকিস্তানকে একের পর এক যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করছে তুরস্ক। অন্যদিকে একই পথে হেঁটেছে আরেক ইসলামিক রাষ্ট্র আজারবাইজানও। Image: News18
advertisement
3/11
চিরকালই আর্মেনিয়ার জাত শত্রু এই আজারবাইজানের পক্ষ নিয়ে এসেছে পাকিস্তান। আর এবার সেই পাকিস্তানের পাশেই কার্যত ঢাল হয়ে দাঁড়িয়েছে আজারবাইজান। আর তাতেই ভারতীয় সমাজ মাধ্যমে রোষের মুখে এই দেশ।
advertisement
4/11
পাকিস্তানের দুই শুভাকাঙ্ক্ষীকে বয়কটের ডাক দিয়েছেন ভারতীয়রা। ইতিমধ্যেই কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের তরফে তুরস্ক ও আজারবাইজানের সঙ্গে যাবতীয় বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
5/11
ছোট্ট এই দেশটিতে মাত্র ১ কোটি মানুষের বসবাস। ভারত-পাক সংঘাতের আগে এদেশের অনেকেই আজারবাইজানের নামও কার্যত জানতেন না। গোটা বিশ্বের নিরিখে আয়তনের দিক থেকে আজারবাইজানের অবস্থান ১১২ নম্বরে আর জনসংখ্যার দিক থেকে ৯০ নম্বরে।
advertisement
6/11
এমনিতে ট্র্যাভেল ডেস্টিনেশন হিসেবে যথেষ্ট নামডাক থাকলেও রাতারাতি আজারবাইজানের ক্ষেত্রেও বাতিল হয়েছে একাধিক বুকিং। রিপোর্ট অনুযায়ী, বিগত কয়েকদিনে বিশ্বের সবচেয়ে ইতিহাস সমৃদ্ধ এই দেশ তুরস্ক ও আজারবাইজানে ভ্রমণ বাতিল করেছেন এদেশের মানুষ।
advertisement
7/11
এই প্রসঙ্গে জনপ্রিয় ট্রাভেল কোম্পানি ইজমাইট্রিপ জানায়, ভারতীয়রা বেঁকে বসায় তুরস্ক ও আজারবাইজানের একাধিক ফ্লাইট ও হোটেল বুকিং ক্যানসেল হয়ে গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয়রা যদি সবদিক থেকে এই দুই দেশকে বয়কট করে, সে ক্ষেত্রে আগামী দিনে ধাক্কা খেতে পারে তাদের পর্যটন শিল্প। Image: News 18
advertisement
8/11
ভ্রমণের জন্য ভারতীয়দের মধ্যে আজারবাইজানের জনপ্রিয়তা বেশ উল্লেখযোগ্য। কিন্তু তার পিছনে কারণ কী? শুধুই কি প্রাকৃতিক সৌন্দর্য? নাকি আছে আরও কিছু অর্থনৈতিক ও সামাজিক কারণ! Image: News 18
advertisement
9/11
প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকেই জানতে চাইছেন ভারতীয় মুদ্রা ও পাকিস্তানের বন্ধু দেশটির মুদ্রার মধ্যে কোনটির গুরুত্ব কত? আজারবাইজানে বেড়ানো কী আদৌ সস্তা? দুই দেশের মধ্যে আদতে কোন দেশের মুদ্রা বেশি শক্তিশালী? Image: News 18
advertisement
10/11
প্রসঙ্গত জানিয়ে রাখি, তুরস্কে যেমন 'লিরা', তেমনই আবার আজারবাইজানের মুদ্রাকে বলা হয় 'মানাত'। প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত ১ আজারবাইজান মানাত সমান ভারতের ৫০.৩৫ টাকা। আবার উল্টোদিকে ১ ভারতীয় টাকা ০.০১৯ আজারবাইজান মানত-এর সমান।
advertisement
11/11
প্রসঙ্গত জানিয়ে রাখি, তুরস্কে যেমন 'লিরা', তেমনই আবার আজারবাইজানের মুদ্রাকে বলা হয় 'মানাত'। প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত ১ আজারবাইজান মানাত সমান ভারতের ৫০.৩৫ টাকা। আবার উল্টোদিকে ১ ভারতীয় টাকা ০.০১৯ আজারবাইজান মানত-এর সমান।