Ayushman Yojana: কোন কোন রোগের চিকিৎসা 'আয়ুষ্মান যোজনা'র আওতায় পড়ে না? 'আয়ুষ্মান কার্ড' ব্যবহারের আগে জেনে রাখা জরুরি
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
আয়ুষ্মান ভারত যোজনা বিশ্বের সর্ববৃহৎ সরকারপ্রদত্ত স্বাস্থ্য বিমা প্রকল্প। দেশের প্রায় ১২ কোটি পরিবার এই প্রকল্পের মাধ্যমে বাৎসরিক পাঁচ লক্ষ টাকার চিকিৎসার সুবিধা পান। যে সকল হাসপাতালে এই প্রকল্পের সুবিধা পাওয়া যায়, এই প্রকল্পের উপভোক্তারা সেখানেই চিকিৎসা করাতে পারবেন
advertisement
1/10

আয়ুষ্মান ভারত যোজনা বিশ্বের সর্ববৃহৎ সরকারপ্রদত্ত স্বাস্থ্য বিমা প্রকল্প। দেশের প্রায় ১২ কোটি পরিবার এই প্রকল্পের মাধ্যমে বাৎসরিক পাঁচ লক্ষ টাকার চিকিৎসার সুবিধা পান। যে সকল হাসপাতালে এই প্রকল্পের সুবিধা পাওয়া যায়, এই প্রকল্পের উপভোক্তারা সেখানেই চিকিৎসা করাতে পারবেন।
advertisement
2/10
পাশাপাশি, কোনও ভারতীয় নাগরিকের বয়স সত্তর বা তার বেশি হলে তাঁরা আয়ুষ্মান ভারত যোজনায় বিনামূল্যে চিকিৎসা পাবেন। অর্থাৎ, সত্তরোর্ধ্ব সকল ভারতবাসী এই যোজনার আওতায় বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবেন।
advertisement
3/10
তবে, আয়ুষ্মান কার্ড পাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা উচিত, যাতে প্রয়োজনে কোনও সমস্যার সম্মুখীন হতে না হয়। অনেক চিকিৎসা রয়েছে যা আয়ুষ্মান যোজনার আওতায় আসে না। জেনে নিন, কোন কোন চিকিৎসা আয়ুষ্মান যোজনা কভার করে না?
advertisement
4/10
আয়ুষ্মান কার্ড ওপিডিতে কার্যকর হবে না-- যদি এমন কোনও রোগ হয়, যেখানে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই, শুধুমাত্র ওপিডিতেই চিকিৎসা সম্ভব, তাহলে সেই অসুখের চিকিৎসার খরচ এই প্রকল্পের আওতায় আসবে না। আয়ুষ্মান যোজনার অধীনে থাকা কোনও বেসরকারি হাসপাতালের ওপিডিতে চিকিৎসা করালে, সেই খরচ আপনাকে মেটাতে হবে। আয়ুষ্মান কার্ড শুধুমাত্র হাসপাতালে ভর্তি হওয়ার পরই ব্যবহার করা যাবে। তবে, এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আলোচনা চলছে।
advertisement
5/10
শুধুমাত্র পরীক্ষা বা টেস্ট করানোর জন্য আয়ুষ্মান কার্ড কার্যকর হবে না-- ধরুন, হাসপাতালে ভর্তি হওয়ার আগে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু প্রয়োজনীয় পরীক্ষা করিয়েছেন এবং হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ওষুধ ইত্যাদির পিছনে টাকা খরচ করেছেন, তাহলে সেই খরচ আয়ুষ্মান যোজনার আওতায় আসবে। তবে, শুধুমাত্র পরীক্ষা করানোর জন্য, যদি আপনি হাসপাতালে ভর্তি না হন, তাহলে সেই খরচ আয়ুষ্মান যোজনার আওতায় আসবে না
advertisement
6/10
যদি আপনি শুধুমাত্র চেকআপের জন্য হাসপাতালে ভর্তি হন, তাহলে সেটিও আয়ুষ্মান কার্ডের আওতায় কভার করা হবে না। এমনকি, ৭০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য তৈরি 'আয়ুষ্মান বায়া বন্দনা কার্ড'-এর ক্ষেত্রেও এই শর্ত প্রযোজ্য।
advertisement
7/10
শক্তি বৃদ্ধিকারী ভিটামিন ও টনিক কেনার ক্ষেত্রে--যদি আপনি শক্তি বাড়ানোর জন্য ভিটামিন ও টনিক কিনে থাকেন, তাহলে তার খরচ আপনাকেই বহন করতে হবে। তবে, যদি কোনও চোট বা রোগের চিকিৎসার জন্য ভিটামিন ও টনিক প্রয়োজন হয় এবং চিকিৎসকের অনুমোদন থাকে, তাহলে তা আয়ুষ্মান যোজনার আওতায় কভার করা হবে।
advertisement
8/10
দাঁতের চিকিৎসা নয়-- আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনার আওতায় দাঁতের চিকিৎসার খরচ আসে না। তবে, যদি কোনও দুর্ঘটনা বা আঘাত, টিউমার বা সিস্টের কারণে হাড় সম্পর্কিত চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে মেডিক্যাল কভার পাবেন।
advertisement
9/10
আইভিএফ সম্পর্কিত চিকিৎসা-- আইভিএফ পদ্ধতির ক্ষেত্রে আয়ুষ্মান কার্ড কার্যকর হবে না। যে-কোনও ধরণের সহায়ক প্রজনন প্রযুক্তি এবং বন্ধ্যাত্ব সমস্যার চিকিৎসা এই প্রকল্পের আওতায় পড়ে না।
advertisement
10/10
আয়ুষ্মান কার্ড আর যে-সব চিকিৎসার জন্য কার্যকর হবে না-- যে কোনো ধরনের টিকাকরণ বা প্রতিরোধী চিকিৎসা। তারুণ্য ধরে রাখার জন্য অস্ত্রোপচার। প্রসাধনী অস্ত্রোপচার বা কসমেটিক সার্জারি। লেজার ট্যাটু অপসারণ পদ্ধতি। স্থূলতা কমানোর অস্ত্রোপচার। নেক লিফট সার্জারি। নাকের অস্ত্রোপচার। এমন পরিস্থিতি যেখানে রোগীকে শুধুমাত্র চিকিৎসা যন্ত্রের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Ayushman Yojana: কোন কোন রোগের চিকিৎসা 'আয়ুষ্মান যোজনা'র আওতায় পড়ে না? 'আয়ুষ্মান কার্ড' ব্যবহারের আগে জেনে রাখা জরুরি